নাটকীয় জয়ে সিরিজ ইংল্যান্ডের
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2017 01:05 AM BdST Updated: 28 May 2017 01:05 AM BdST
দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়েছেন মার্ক উড। সিরিজে সমতা ফেরানোর আশা জাগানো দলটিকে হারের তেতো স্বাদ উপহার দিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। তার অসাধারণ এক শেষ ওভারে ৫ উইকেট হাতে নিয়েও ৭ রানের সমীকরণ মেলাতে পারেনি এবি ডি ভিলিয়ার্সের দল।
ঝড় তুলে দলকে জয়ের কাছে নিয়ে যাওয়া ডেভিড মিলার ও ক্রিস মরিস শেষ ওভারে ভীষণ হতাশ করেছেন দলকে। দুই জনই নিয়েছেন দুটি করে সিঙ্গেল, দিয়েছেন একটি করে বল ডট।
রোমাঞ্চকর শেষ ওভারে মাত্র চারটি সিঙ্গেল দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন উড। এতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
সাউথ্যাম্পটনের রোজ বৌলে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৩০ রান করে ইংল্যান্ড। জবাবে ৫ উইকেটে ৩২৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

অভিষিক্ত কেশব মহারাজের বলে শূন্য রানে হাশিম আমলার হাতে জীবন পেয়েছেন বেন স্টোকস। পরের বলে এই অলরাউন্ডারের ক্যাচ ছেড়েছেন কুইন্টন ডি কিক। পরপর দুই বলে জীবন পাওয়া স্টোকস করেছেন শতক, দলকে নিয়ে গেছেন রানের পাহাড়ে। দারুণ ইনিংসে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে অ্যালেক্স হেলস একবার, পরে ওয়েন মর্গ্যান দুইবার ও মইন আলি একবার জীবন পেয়েছেন। মর্গ্যানের সঙ্গে ৯৫ ও জস বাটলারের সঙ্গে ৭৭ রানের দুটি চমৎকার জুটিতে দলকে আড়াইশ রানে নিয়ে যান স্টোকস।
বাঁহাতি এই ব্যাটসম্যানের ৭৯ বলে খেলা ১০১ রানের ইনিংসটি গড়া ১১টি চার ও একটি ছক্কায়। ষষ্ঠ উইকেটে মইনের সঙ্গে ৬.৪ ওভারে ৭৮ রান সংগ্রহ গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন বাটলার। ৫৩ বলে ৭টি চারে ৬৫ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৫০ রানে নিয়েছেন ২ উইকেট।

রানের গতি বাড়ানোর মুহূর্তে ফিরেন ডি ভিলিয়ার্স। ৫০ বলে ৬টি চারে করেন ৫২ রান। মাত্র ২ রানের জন্য শতক পাননি ডি কিক। তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১০৩ বলে খেলা ৯৮ রানের ইনিংসটি গড়া ১১টি চারে।
২২ বলের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে পথ দেখান ‘কিলার’ মিলার। ফারহান বেহারিডনের সঙ্গে গড়েন ৫৫ রানের জুটি। তখনও ম্যাচ ইংলিশদের নিয়ন্ত্রণে। মরিস এসে জুটি বাধার পর পাল্টায় চিত্র। শেষ ওভারের আগ পর্যন্ত সব ঠিক ছিল। দুর্দান্ত এক ওভারে জয় ছিনিয়ে নিলেন উড।

৬৪ রানে ৩ উইকেট নিয়ে লিয়াম প্লানকেট ইংল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩০/৬ (রয় ৮, হেলস ২৪, রুট ৩৯, মর্গ্যান ৪৫, স্টোকস ১০১, বাটলার ৬৫*, মইন ৩৩; রাবাদা ২/৫০, মরিস ০/৬৬, প্রিটোরিয়াস ১/৬১, মহারাজ ১/৭২, ফেলুকওয়ায়ো ১/৭৪)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩২৮/৫ (ডি কক ৯৮, আমলা ২৪, দু প্লেসি ১৬, ডি ভিলিয়ার্স ৫২, মিলার ৭১*, বেহারডিন ১৭, মরিস ৩৬*; উড ০/৪৮, বল ০/৮১, স্টোকস ১/১২, প্লানকেট ৩/৬৪, রশিদ ০/৪১, মইন ১/৫৯, রুট ০/১৮)
ফল: ইংল্যান্ড ২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া