মার্শালের ব্যাটে দোলেশ্বরের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2017 05:52 PM BdST Updated: 27 May 2017 05:52 PM BdST
রজত ভাটিয়া, আরাফাত সানির দারুণ বোলিংয়ে লক্ষ্যটা ছিল ধরা ছোঁয়ার মধ্যেই। মার্শাল আইয়ুব ও শাহরিয়ার নাফীসের ব্যাটে বাকিটা সেরেছে প্রাইম দোলেশ্বর। সুপার লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও আবাহনীর মতো দোলেশ্বরের পয়েন্টও ২০।
বিকেএসপির চার নম্বর মাঠে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪১ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।
লক্ষ্য তাড়ায় ৫৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো দোলেশ্বরকে জয়ের পথে নিয়ে যান শাহরিয়ার ও মার্শাল। দুই জনে তৃতীয় উইকেটে গড়েন ১৪২ রানের চমৎকার এক জুটি।
৮৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮৪ রানের দারুণ ইনিংস খেলা মার্শালকে ফিরিয়ে জুটি ভাঙেন রায়হান উদ্দিন। খানিক পরে ফিরে যান বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান শাহরিয়ার।
অধিনায়ক ফরহাদ রেজাকে নিয়ে বাকিটুকু সারেন ভারতীয় অলরাউন্ডার ভাটিয়া।
এর আগে জাকির হাসানের সঙ্গে ৫১ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন মেহেদী মারুফ। তবে ভালোর সুবিধা ধরে রাখতে পারেনি প্রাইম ব্যাংক। ২৭তম ওভারে ১২০ রানেই বিদায় নেন ৫ ব্যাটসম্যান।
অভিমান্যু ঈশ্বরণের সঙ্গে ৭৩ রানের জুটিতে দলকে দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান আসিফ। ৯৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৭১ রান করে ঈশ্বরণের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে আসিফকে।
৭১ বলে তিনটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৬২ রানের ইনিংসে দলকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যান আসিফ। দলকে জেতানোর জন্য এই রান অবশ্য যথেষ্ট ছিল না।
ভাটিয়া ৩ উইকেট নেন ৫০ রানে। সানি ২ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৪১/৮ (মারুফ ৪৪, জাকির ১১, নাহিদুল ৮, ঈশ্বরণ ৭১, তাইবুর ১৯, আল আমিন জুনিয়র ০, আসিফ ৬২*, আরিফুল ২, সালমান ৩, রায়হান ১৫*; রেজা ১/৪৯, হাবিুবর ০/৩৬, সানি ২/৪০, ফেরদৌস ১/২৬, ভাটিয়া ৩/৫০, শরিফউল্লাহ ০/৩৮)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৪৮.৪ ওভারে ২৪২/৪ (ইমতিয়াজ ৩২, মজিদ ৬, শাহরিয়ার ৭৮, মার্শাল ৮৪, ভাটিয়া ২৩*, রেজা ১১*; আল আমিন ০/৫৮, রায়হান ২/২৮, আসিফ ১/৩৮, তাইবুর ১/৪৭, নাহিদুল ০/৪১, আল আমিন জুনিয়র ০/৬, আরিফুল ০/১৭, ঈশ্বরণ ০/৫)
ফল: প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা