দারুণ বোলিং করেছে মুস্তাফিজ: মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2017 10:47 PM BdST Updated: 20 May 2017 09:30 AM BdST
নিউ জিল্যান্ডে কন্ডিশনের সুবিধা নিতে পারেননি মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কায় ছিলেন খরুচে। আয়ারল্যান্ডে সহায়ক কন্ডিশন পেয়ে জ্বলে উঠেছেন বাঁহাতি পেসার। তরুণ বাঁহাতি এই পেসারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মুস্তাফিজের বোলিং। তার বোলিংয়ে ছিল চেনা ছন্দ। আঁটসাঁট বোলিংয়ে নিয়েছিলেন দুই উইকেট।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে আরও উজ্জ্বল মুস্তাফিজ। ২৩ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ভারতের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচের পর ওয়ানডেতে এই প্রথম।
১৭ ওয়ানডেতে ১৫.২৮ গড়ে ৪২ উইকেট নেওয়া মুস্তাফিজকে নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে অনেক প্রত্যাশার কথা জানান অধিনায়ক।
“মুস্তাফিজ এই ম্যাচে দারুণ বোলিং করেছে। শুধু এই ম্যাচে নয় গত আড়াই বছর ধরে ও আমাদের জন্য খুব ভালো করছে। আশা করি, ও এটা ধরে রাখবে। এখনও ওকে বহুদূর যেতে হবে। আমরা আশা করছি, ও এটা ধরে রাখবে।”
২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র এই সংস্করণেই অভিষেকে ম্যাচ সেরার পুরস্কার জিততে পারেনি। টেস্ট ও ওয়ানডেতে অভিষেকে ম্যাচ সেরার পুরস্কার জেতা একমাত্র ক্রিকেটার তিনিই।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ওভারেই মুস্তাফিজ নিয়েছেন উইকেট। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো চতুর্থ উইকেট জুটি ভেঙেছেন তিনিই। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান নায়াল ও’ব্রায়েন ও গ্যারি উইলসনকে দ্রুত ফিরিয়ে আইরিশদের বেঁধে রেখেছেন কম রানে।
আত্মবিশ্বাস ফিরে পাওয়া এই মুস্তাফিজকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চাইবে বাংলাদেশ।
-
অবশেষে ‘মুক্তি’, এবার শুরু ব্যাটিং-বোলিং ঝালাই
-
উইলিয়ামসের সেঞ্চুরি, দুই দিনেই জিম্বাবুয়ের জয়
-
৬ উইকেটে অ্যাগারের অনন্য কীর্তি
-
ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
-
নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- এইচ টি ইমাম আর নেই
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
- জয়ে ফিরল ইউভেন্তুস