মুমিনুলকে তাসামুলের স্যালুট!

প্রথমটুকু স্বাভাবিকই ছিল। সেঞ্চুরি ছুঁয়েই ব্যাটসম্যান খুললেন হেলমেট, তুললেন ব্যাট। এরপরই বিস্ময়। ব্যাটসম্যান ছুটে গেলেন কাছেই মিড উইকেটে থাকা ফিল্ডারের দিকে। গ্লাভস খুলে ঠুকে দিলেন স্যালুট! জড়িয়ে ধরলেন বুকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 04:12 PM
Updated : 18 May 2017, 04:12 PM

এমনিতে মাইলফলক উপদযাপনের বৈচিত্র কখনোই শেষ হওয়ার নয়। স্যালুট ঠোকা বা বুকে জড়িয়ে ধরা খুব বিরলও নয়। তবে প্রতিপক্ষের একজনকে এভাবে স্যালুট ঠোকা অভিনবই বটে!

ব্যাটসম্যনের নাম তাসামুল হক। স্যালুট পাওয়া ফিল্ডার মুমিনুল হক। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলছিল কলাবাগান ক্রীড়া চক্র। ফতুল্লায় মন্থর উইকেটে বৃহস্পতিবার তাসামুলের দারুণ সেঞ্চুরিতে গাজী গ্রুপকে লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে কলাবাগান।

সেঞ্চুরির পর কেন প্রতিপক্ষের একজনকে স্যালুট? তাসামুল জানালেন, এদিন প্রতিপক্ষ হলেও মুমিনুল তার কাছের বন্ধু। রান পাওয়ার পেছনেও আছে বন্ধুর অবদান।

“মুমিনুল আর আমি অনেক ভালো বন্ধু। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে একসঙ্গে খেলেছি, আগে থেকেই ভালো সম্পর্ক। এবার লিগ শুরুর আগে ব্যাটিং নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। লিগের শুরুর দিকে যখন রান পাচ্ছিলাম না, তখনও কথা বলেছি। ও কিছু পরামর্শ দিয়েছে। সেগুলো কাজে লাগিয়েই সফল হয়েছি। তাই বন্ধুকে সম্মান জানালাম এভাবে।”

গুরুমারা বিদ্যার কথা প্রচলিত আছে। এটিকে তবে বলা যায় “বন্ধুমারা বিদ্যা!” বন্ধুর পরামর্শে বন্ধুর দলকেই হারিয়ে দেওয়া!