বাংলাদেশের সঙ্গে ব্যবধান বাড়ল ওয়েস্ট ইন্ডিজের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2017 07:37 PM BdST Updated: 18 May 2017 07:37 PM BdST
দুই দলের পয়েন্টে বেড়েছে। তবে বেড়েছে ব্যবধানও। আগে ব্যবধান ছিল চার পয়েন্ট। সেটি বেড়ে দাঁড়িয়েছে ছয় পয়েন্টে। বার্ষিক হালনাগাদের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে আরেকটু এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
নয়ে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩ বেড়ে হয়েছে ৬৯। তবে ওয়েস্ট ইন্ডিজের বেড়েছে ৫। ক্যারিবিয়ানরা র্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকছে ৭৫ পয়েন্ট নিয়ে।
এবারের হালনাগাদে ২০১৩-১৪ মৌসুমের পারফরম্যান্স চলে গেছে বিবেচনার বাইরে। ২০১৫-১৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় থেকেছে ৫০ শতাংশ।
হালনাগাদে র্যাঙ্কিংয়ের ওপরের দিকে অবস্থানের পরিবর্তন হয়নি। তবে রেটিং পয়েন্টের ব্যবধান বেড়েছে-কমেছে অনেক। টেস্টের শীর্ষেই থাকছে ভারত। এক পয়েন্ট বেড়ে ভারতের রেটিং পয়েন্ট ১২৩।
দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকা এক লাফে এগিয়েছে অনেকটা। ৮ পয়েন্ট বেড়েছে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১১৭।
অস্ট্রেলিয়া ধরে রেখেছে তিন নম্বর জায়গা। তবে দক্ষিণ আফ্রিকার উল্টো, ৮ পয়েন্ট কমেছে তাদের। রেটিং পয়েন্ট এখন ১০০। ২০১৩-১৩ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ হার ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার ৫-০তে জয় এবারের হিসাব থেকে বাদ পড়াতেই দুই দলের এমন উল্টোমুখী গতি।
চারে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২ কমে হয়েছে ৯৯। জায়গা বদলেছে পাঁচ ও ছয় নম্বর দলের। চার পয়েন্ট হারিয়ে ৯৩ পয়েন্ট নিয়ে ছয়ে নেমেছে পাকিস্তান। ১ পয়েন্ট বেড়ে ৯৭ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে নিউ জিল্যান্ড।
সাতে থাকা শ্রীলঙ্কার ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১। আট-নয়ে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। জিম্বাবুয়ে আগের মতোই দশে। ঝুলিতে থাকা ৫ রেটিং পয়েন্ট হারিয়ে এখন তাদের পয়েন্ট শূন্য!
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন