ক্রিকেট উৎসবের সেরা বালিয়াপুকুর বিদ্যানিকেতন

৭০ ভেন্যূ, ৫৪০ স্কুল, ৯৬৫ ম্যাচ আর ১০ হাজার ৮০০ ক্রিকেটার। দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবের নাম প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এবার এই উৎসবের সেরা দল বালিয়াপুকুর বিদ্যানিকেতন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 03:30 PM
Updated : 16 May 2017, 03:34 PM

রাজশাহীর স্কুলটি ফাইনালে হারিয়েছে মৌলভিবাজারের কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে। মঙ্গলবার রাজশাহীর শহীদ কামারাজ্জামান স্টেডিয়ামে ফাইনালে ৩৪ রানে জিতেছে বালিয়াপুকুর।

আগের রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় চার ঘন্টা দেরিতে। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নামা বালিয়াপুকুর ৭ উইকেটে তুলতে পারে ১২৯ রান।

তিনে নেমে ৫০ বলে ৫৩ রান করেন সম্রাট আলি। সাতে নেমে মোহাম্মদ ফয়সাল অপরাজিত থাকেন ২১ রানে। রাহাতুজ্জামান করেন ১৪।

তিন উইকেট নেন রেদোয়ান আহমেদ, আজমান ইসলাম দুটি।

রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকা কাশিনাথ আলাউদ্দিন গুটিয়ে যায় ৯৫ রানে। ২৭ রান করেন মাহিনূর রহমান, আজমান ১৬।

বালিয়াপুকুরের মোহাম্মদ ফয়সাল ৪ উইকেট নেন ১৬ রানে। সাকিবুল ইসলাম নেন দুই উইকেট।

অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা ক্রিকেটার বালিয়াপুকুরের ফয়সাল। টুর্নামেন্টের সেরা কাশিনাথের মাহিনূর।

টুর্নামেন্টে শুরুতে লড়াই হয় জেলাভিত্তিক। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দল পরে খেলেছে বিভাগীয় পর্যায়ে। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলকে নিয়ে বগুড়া ও রাজশাহীতে গত ১১ মে শুরু হয় জাতীয় পর্বের লড়াই। এই ক্রিকেট মহাজজ্ঞেই শেষ দিনে শেষ হাসি বালিয়াপুকুর বিদ্যানিকেতনের।