প্রাইম ব্যাংকের নাটকীয় জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2017 07:58 PM BdST Updated: 15 May 2017 07:59 PM BdST
জয়ের জন্য শেষ চার বলে ৪ রানের সমীকরণ মেলাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। আরিফুল হকের দারুণ বোলিংয়ে রোমাঞ্চকর লড়াইয়ে ১ রানের নাটকীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শেষ ওভারে ব্রাদার্সের দরকার ছিল ১১ রান। প্রথম বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন ধীমান ঘোষ। পরের বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে ফেলেন নিহাদউজ্জামান।
তৃতীয় বলটি ডট, পরের বলে আসে দুই রান। পঞ্চম বলটি আবার ডট। ষষ্ঠ বলে উড়ানোর চেষ্টায় নিহাদউজ্জামান ধরা পড়েন তাইবুর রহমানের হাতে। হারতে বসা ম্যাচে দারুণ এক জয় পায় প্রাইম ব্যাংক।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের সপ্তম জয়। অন্য দিকে ব্রাদার্সের ষষ্ঠ পরাজয়।

লক্ষ্য তাড়ায় শুরুতে ব্রাদার্সকে পথ দেখান জুনায়েদ সিদ্দিক। বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ৬টি চারে ৬৭ বলে করেন ৫১ রান। মাঝে দলকে টানেন অলক কাপালী, মানভিন্দর বিসলা ও মাইশুকুর রহমান।
৪৮ বলে ৬টি চারে কাপালী ফিরেন ৪৬ রানে। ৪৭ বলে তিনটি করে ছক্কা-চারে বিসলা খেলেন ৫৭ রানের চমৎকার এক ইনিংস। মাইশুকুর বিদায় নেন ৪৫ বলে ৩৬ রান করে।
শেষে নায়ক হওয়ার সুযোগ এসেছিল নিহাদউজ্জামানের সামনে। পারেননি তিনি। অসাধারণ এক শেষ ওভারে ব্রাদার্সের জয় কেড়ে নিয়েছেন অলরাউন্ডার আরিফুল।
এর আগে মেহেদী মারুফের অর্ধশতকে শুরুটা ভালো হয় প্রাইম ব্যাংকের। ৬টি চার ও দুটি ছক্কায় অধিনায়ক ফিরেন ৫৮ রান করে।

৫০ বলে ৬টি চারে ৫২ রান করে ফিরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি ঈশ্বরণ। ৬৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ফিরেন ৭০ রান করে। দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়া এই ইনিংসে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
বাঁহাতি স্পিনার নিহাদউজ্জামান ৩ উইকেট নেন ৪৯ রানে। লেগ স্পিনে অধিনায়ক কাপালী ২ উইকেট নেন ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৩ ওভারে ২৪৯/৬ (মারুফ ৫৮, শানাজ ২১, ঈশ্বরণ ৭০, আল আমিন জুনিয়র ২, জাকির ৫২, আরিফুল ১৪, সালমান ১৬, আসিফ ৫*; সাদ্দাম ১/৪৫, মাইশুকুর ০/১৭, নিহাদউজ্জামান ৩/৪৯, নাসুম ০/৩৪, কাপালী ২/৩৩, বিসলা ০/৪২, সাজ্জাদ ০/২৩)
ব্রাদার্স ইউনিয়ন: ৪৩ ওভারে ২৪৮/৮ (মিজানুর ১২, জুনায়েদ ৫১, ফরহাদ ৪, কাপালী ৪৬, বিসলা ৫৭, মাইশুকুর ৩৬, ধীমান ১৪*, সাদ্দাম ৬, নিহাদউজ্জামান ৮; আল আমিন ২/৪৪, আসিফ ১/২৮, নাজমুল ০/৩৮, আল আমিন ১/৩৫, তাইবুর ১/৪৬, আরিফুল ২/৫০, সালমান ০/৫)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: অভিমন্যু ঈশ্বরণ
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা