বাদ পড়াদের লড়াইয়ের গল্প শোনালেন এনামুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2017 03:59 PM BdST Updated: 13 May 2017 03:59 PM BdST
গাজী গ্রুপ ক্রিকেটার্সের আট জন খেলোয়াড় কোনো না কোনো সময়ে বাংলাদেশ দলে খেলেছেন। ক্লাবের এই সতীর্থদের জাতীয় দলে হারানো জায়গা ফিরে পাওয়ার লড়াইয়ের কথা জানালেন এনামুল হক। বললেন জাতীয় দলে ফেরার নিজের লক্ষ্যের কথাও।
আয়ারল্যান্ড সফরে জাতীয় দলের সঙ্গে আছেন গাজী গ্রুপের নিয়মিত অধিনায়ক নাসির হোসেন। ত্রিদেশীয় সিরিজ শেষে ফিরে আসবেন তিনি। পেসার শফিউল ইসলাম আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।
বর্তমান অধিনায়ক নাদিফ চৌধুরী, জহুরুল ইসলাম, সোহরাওয়ার্দী শুভ এক সময়ে দেশের হয়ে খেলেছেন। দুই তরুণ আবু হায়দার ও এনামুলেরও আছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা।
সীমিত ওভারের ক্রিকেটে আগেই জায়গা হারিয়েছেন মুমিনুল হক। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে একাদশে জায়গা হয়নি বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের।
জহুরুল-মুমিনুলদের গাজী গ্রুপই এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। ৮ ম্যাচে অষ্টম জয়ে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে তারাই। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সতীর্থদের লড়াই নিয়ে বলছিলেন এনামুল।
“মজার ব্যাপার হচ্ছে, আমরা বাদ পড়া কিছু খেলোয়াড় আছি এই দলে। (মুমিনুল) সৌরভ ভাই, নাসির ভাই, (হায়দার) রনি- জাতীয় দল থেকে বাদ পড়া এমন কিছু খেলোয়ড় এক দলে খেলছি। একই বয়সের অনেকে এক সঙ্গে থাকায় অনেক মজা হয়, আড্ডা হয়।”
“জাতীয় দলে ফেরার স্বপ্ন সবার থাকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমাদের সেরা ওয়ানডে টুর্নামেন্ট। এখানে ভালো করলে ওয়ানডে দলে ফেরার ভালো সম্ভাবনা থাকেই। সবাই এখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে।”
কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে দলটি নিজেদের মেলে ধরেছে। এনামুল মনে করছেন, দলীয় ঐক্যেই আসছে সাফল্য।
“অনেক গল্প হয়।… সবাই খুব আনন্দের মধ্যে থাকি আমরা। সবাই খুব দুষ্টামি, মজা করা সব সময়ই চলতে থাকে। আমরা সবসময় ফুরফুরে মেজাজে আছি। এক দল হয়ে খেলার যে ইচ্ছা সেটা সবার মাঝেই আছে। দলকে কিছু দেওয়ার মন-মানসিকতা সবার আছে, আমার মনে হয়, এজন্যই দল ভালো ফল করছে।”
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের