ভিক্টোরিয়াকে উড়িয়ে দিল আবাহনী

রান উৎসবের আগের ম্যাচে মোহামেডানকে হারানো আবাহনী উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়াকে। মানান শর্মার দারুণ বোলিংয়ে ছোটো লক্ষ্য পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা জিতেছে ৮ উইকেটে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 10:42 AM
Updated : 11 May 2017, 01:36 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নয় ম্যাচে সপ্তম জয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ব্যবধান কমিয়েছে আবাহনী (১৪)। এক ম্যাচ কম খেলা গাজীর পয়েন্ট ১৬। অন্য দিকে টানা নয় ম্যাচে হেরেছে ভিক্টোরিয়া। এবারের টুর্নামেন্টে একমাত্র তারাই এখন পর্যন্ত কোনো জয় পায়নি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৩০ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ২০ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

ছোটো লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। ৯টি চারে ৩৮ বলে ৫০ দারুণ এক ইনিংস খেলেন ছন্দে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর দ্রুত বিদায়ের পর সাইফ হাসানকে নিয়ে বাকিটুকু সহজেই সারেন সাদমান। ৬৫ বলে খেলা তার ৫৮ রানের ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি ভিক্টোরিয়া। উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আরাফাতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৭ রান।

মিডল অর্ডার ব্যাটসম্যান মেহেদী মাহবুব করেন ৩৭ রান। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল মোহাইমিনুল খান।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভিক্টোরিয়া তেমন কোনো জুটি গড়তে পারেনি। তারা শেষ ৪ উইকেট হারায় মাত্র দুই রানে।

২১ রানে ৪ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার মানান। চমৎকার বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হাসান ও সাকলান সজীব।

এই হারে ভিক্টোরিয়ার রেলিগেশন লিগ খেলা নিশ্চিত হয়ে গেছে।
 

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ৪২.৪ ওভারে ১৩০ (আরাফাত ৪৭, রুবেল ০, মোহাইমিনুল ১১, মইনুল ৭, মনির ৬, মাহবুব ৩৭, মাহবুবুল ৬, আহসান ৮, তৌহিদুল ০, মুজিবুর ০, ইমরান ০; জায়েদ ০/১২, সাইফউদ্দিন ২/১৮, আরিফুল ২/১৮, মানান ৪/২১, সাকলাইন ২/২৫, নাজমুল ০/১২)

আবাহনী: ২০.৫ ওভারে ১৩৪/২ (লিটন ৫০, সাদমান ৫৮*, নাজমুল ২, সাইফ ১৯*; তৌহিদুল ০/২৮, মুজিবুর ০/২৮, আরাফাত ১/১৮, ইমরান ১/৩৭, আহসান ০/১১, মইনুল ১/১০)

ফল: আবাহনী ৮ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মানান শর্মা