প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিশাল জয়

সাব্বির রহমানের শতকে রানের পাহাড় গড়া বাংলাদেশ জিতেছে বিশাল ব্যবধানে। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও রুবেল হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2017, 05:55 PM
Updated : 11 May 2017, 03:08 AM

ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানে জিতেছে বাংলাদেশ।

বেলফাস্টের স্টোরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ৭ উইকেটে ৩৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ৪১ ওভার ২ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ডের দ্বিতীয় সেরা দল।

জেমস শ্যাননের সঙ্গে জ্যাক টেক্টরের ৫১ রানের জুটিতে শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। একাদশ ওভারে রুবেল উইকেরক্ষক-ব্যাটসম্যান শ্যাননকে আউট করার আর একটিও অর্ধশত রানের জুটি গড়তে পারেনি আইরিশরা।

পরের ওভারে ফিরে জন অ্যান্ডারসনকে বিদায় করেন গত সেপ্টেম্বরের পর থেকে দেশের হয়ে ওয়ানডেতে না খেলা রুবেল।  

চার ওভারের ছোটো স্পেলে একটি উইকেট নেন সৌম্য সরকার। বোলারদের মধ্যে একমাত্র শুভাশীষ রায় ১০ ওভারের কোটা পূরণ করেন। ৬১ রানে তিনি নেন একটি উইকেট।

অধিনায়ক মাশরাফি পরপর দুই ওভারে নেন অ্যান্ডি ম্যাকব্রায়ান ও সর্বোচ্চ ৬০ রান করা টেক্টরের উইকেট।

৪০ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৯৩ রান। সেখান থেকে মাত্র ২ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় দলটি।

তিন বলের মধ্যে দুই উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব। পরপর দুই বলে শেষ দুটি উইকেট তুলে নেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

আগামী শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৯৪/৭

আয়ারল্যান্ড ‘এ’: ৪১.২ ওভারে ১৯৫ (শ্যানন ৩১, টেক্টর ৬০, অ্যান্ডারসন ৬, টেরি ২২, ম্যাকব্রায়ান ১৮, শেন ৯, ডেনিসন ২৪, কেন ৬, গ্র্যাসি ০, ইয়ং ১, লিটল ০*; মুস্তাফিজ ২/১৭, শুভাশীষ ১/৬১, মাশরাফি ২/৩১, রুবেল ২/৩৫, সাকিব ২/৩২, সৌম্য ১/১৩)

ফল: বাংলাদেশ ১৯৯ রানে জয়ী