ইমরানের ৫ উইকেটে পারটেক্সের প্রথম জয়

সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ইমরান আলীর নৈপুণ্যে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 11:33 AM
Updated : 6 May 2017, 11:33 AM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারটেক্সের প্রথম জয়টি ৬২ রানের। এই জয়ে ১১ নম্বরে উঠে এসেছে পারটেক্স, ৭ ম্যাচে ষষ্ঠ হারের তিক্ত স্বাদ পাওয়া কলাবাগান রান রেটে এগিয়ে আছে ১০ নম্বরে।

ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৭৮ রান করে পারটেক্স। জবাবে ৪৬ ওভার ১ বলে ২১৬ রানে গুটিয়ে যায় কলাবাগান।

কলাবাগানের প্রথম ৭ ব্যাটসম্যানের ছয় জনই পৌঁছান দুই অঙ্কে কিন্তু তাদের কেউই নিজের ইনিংস বড় করতে পারেননি। চল্লিশ ছাড়ান কেবল একজন- হ্যামিল্টন মাসাকাদজা। তার সঙ্গে তৃতীয় উইকেটে জসিমউদ্দিনের ৬৭ রানই সর্বোচ্চ জুটি। অর্ধশতকে জুটি নেই আর একটিও।

শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো কলাবাগান জয়ের আশা জাগাতে পারেনি কখনো।

পারটেক্সের আগের ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় ইমরানের। সেই ম্যাচে ৪৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এবার ৪২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। চমৎকার বোলিংয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

এর আগে ব্যাটিংয়ে নামা পারটেক্সের সাত ব্যাটসম্যানই পৌঁছান দুই অঙ্কে। সর্বোচ্চ ৫৮ রান ইরফান শুক্কুরের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে সাজ্জাদুল হকের ব্যাট থেকে। এই দুই জনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৫ রানের জুটি।

কলাবাগানের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ৫০ রানে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৭৮/৫ (জনি ২৯, যতিন ৩৪, সাজ্জাদ ৪৬, ইরফান ৫৮, সাজ্জাদুল ৫৩, জুবায়ের ১৬*, রাজিবুল ৩০*; তুষার ০/২১, মুক্তার ১/৫৯, হাসান ০/৪৮, নাবিল ৩/৫০, সঞ্জিত ০/৩৭, আশরাফুল ০/১৪, মেহরাব জুনিয়র ০/২০, মাসাকাদজা ০/২৫)

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৬.১ ওভারে ২১৬ (মেহরাব ১১, আশরাফুল ১২, জসিম ৩৪, মাসাকাদজা ৪৫, তাসামুল ৩৪, তুষার ০, নুরুজ্জামান ৩৪, মুক্তার ৩, হাসান ১৫, সঞ্জিত ৯, নাবিল ৫*; মামুন ২/৪১, মাসুম ১/১৬, মাসুদ ১/৩৯, রাজিবুল ১/২৪, যতিন ০/৪০, জুবায়ের ০/৬, ইমরান ৫/৪২)

ফল: পারটেক্স ৬২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ইমরান আলী