জহুরুলের ‘প্রায়’ সেঞ্চুরি ও ফারুকের ঝড়

গত লিগের প্রথম ম্যাচে ৮ বলে ২২ রানের ইনিংস খেলেছিলেন ফারুক হোসেন। এরপর লিগের বাকিটায় আর বেশি সুবিধে করতে পারেননি। এবার তাই একাদশে সুযোগ পেতেই লেগে গেল অনেকটা সময়। তবে আবারও প্রথম ম্যাচেই দারুণ কার্যকর এক ইনিংস খেলে গাজী গ্রুপকে জেতালেন ফারুক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 02:29 PM
Updated : 3 May 2017, 03:59 PM

ফারুককে ঝড় তোলার মঞ্চ গড়ে দিয়েছিলেন অবশ্য আরেকজন। ওপেনিংয়ে দারুণ এক ইনিংস খেলেছেন জহুরুল ইসলাম। তবে পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়ায় চার রানের জন্য করতে পারেননি সেঞ্চুরি। সতীর্থরা অবশ্য পুষিয়ে দিয়েছেন। ছয় ম্যাচে ছয় জয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শীর্ষে এখন গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বুধবার বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। ২৭১ রান তাড়ায় গাজী জিতেছে ৬ বল বাকি থাকতে। 

এবারের লিগে এখনও পর্যন্ত অপরাজিত একমাত্র দল গাজী গ্রুপ। পারটেক্স হারল ছয় ম্যাচের সবকটি।

টস হেরে ব্যাটিংয়ে নামা পারটেক্সকে দারুণ শুরু এনে দেন জনি তালুকদার ও যতিন সাক্সেনা। ২৭ বলে ৩৪ করে ফেরেন জনি। ভারতীয় অলরাউন্ডার সাক্সেনা ৫১ বলে ৬২।

চারে নেমে ইরফান শুক্কুর করেন এবারের লিগে নিজের প্রথম অর্ধশতক, ৭৭ বলে ৬৯। শেষ দিকে রাজিবুল ইসলামের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৩ রান। পারটেক্স তোলে ২৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

রান তাড়ায় গাজীর সূচনাটাও হয় বেশ ভালো। এনামুল হক ও জহুরুল উদ্বোধনী জুটিতে তোলেন ৬৮ রান।

এনামুল ফেরেন ৩৬ রানে। থিতু হয়ে ফেরেন মুমিনুল হকও। চারে প্রমোশন পেয়ে সোহরাওয়ার্দী শুভ করেন ৪১ বলে ৩৪। এক প্রান্ত থেকে দলকে টেনে নেন জহুরুল।

দল যখন দুশর কাছে, নিজে কাছাকাছি সেঞ্চুরির, তখনই পায়ে প্রচণ্ড ক্র্যাম্প করায় মাঠ ছাড়তে বাধ্য হন জহুরুল। ১১ চার ও ১ ছক্কায় করেন ৯৬।

এরপর দু্ই হার্ড হিটার মেহেদি হাসান ও আলাউদ্দিন বাবু মেটাতে পারেননি পরিস্থিতির দাবি। অধিনায়ক নাদিফ চৌধুরিও যখন ফেরেন, গাজি পড়ে যায় শঙ্কায়। রান চাই তখন ২৯ বলে ৩৬। সমীকরণ খুব কঠিন নয়, তবে ব্যাটসম্যান বলতে কেবল ফারুক!

জিতিয়েছেনও সেই ফারুকই। দুটি করে চার ও ছক্কায় ১৩ বলে অপরাজিত ২৯। ১২ বলে অপরাজিত ১৩ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন নাঈম জুনিয়র।

দলের জয় আর ম্যাচ সেরার পুরস্কারে দিনশেষে সেঞ্চুরি না পাওয়ার হতাশা হয়ত অনেকটাই ভুলে গেছেন জহুরুল।

সংক্ষিপ্ত স্কোর:

পারটেক্স: ৫০ ওভারে ২৭০/৯ (জনি ৩৪, সাক্সেনা ৬১, সাজ্জাদ ০, শুক্কুর ৬৯, শাহানুর ১৩, জুবাইর ২৫, জাকারিয়া ৩৩*, সাজ্জাদুল ১, মাসুম ১, রাজিবুল ২৩; আবু হায়দার ২/৬৪, আলাউদ্দিন ১/৫৪, মেহেদি ১/৫৮, হোসাইন ২/২১, নাঈম ১/৩২, শুভ ১/৩৭)।

গাজী গ্রুপ: ৪৯ ওভারে ২৭১/৬ (এনামুল ৩৬, জহুরুল ৯৬ (আহত অবসর), মুমিনুল ২৬, শুভ ৩৪, নাদিফ ১৯, মেহেদি ৭, আলাউদ্দিন ৬, ফারুক ২৯*, নাঈম জুনিয়র ১৩*; মামুন ১/৫২, মাসুম ০/৪৬, জাকারিয়া ১/৬২, রাজিবুল ২/৩৯, শাহানুর ০/১৬, সাক্সেনা ০/২১, জুবাই ২/৩২)।

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: জহুরুল ইসলাম