আজহারের অর্ধশতকে এগিয়ে পাকিস্তান

বার্বাডোজ টেস্টের দ্বিতীয় সকালে দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়া পাকিস্তান আছে সুবিধাজনক অবস্থানে। তবে শেষ বেলায় ৬ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াই করছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2017, 04:15 AM
Updated : 2 May 2017, 04:16 AM

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান। অপরাজিত অর্ধশতকে অতিথিদের এগিয়ে রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলি।

আজহারের সঙ্গে শেহজাদের ৫৫.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে উঠে ১৫৫ রান। তিনবার জীবন পাওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরেন ৮টি চারে ৭০ রান করে।

তৃতীয় ওভারে ক্যাচ দিয়ে স্লিপ ফিল্ডারের ব্যর্থতায় বেঁচে যান শেহজাদ। দুইবার বেঁচে যান ‘নো’ বলের কল্যাণে। একবার বোলার ছিলেন শ্যানন গ্যাব্রিয়েল অন্যবার রোস্টন চেইস।

আজহার নিজের ইনিংসে যতটা সাবলীল শেহজাদ ততটা নন। থিতু হওয়ার পরও রানের জন্য সংগ্রাম করতে হচ্ছিল তাকে। এক সময়ে ৫৯ বলে নেন মাত্র তিন রান।

শেহজাদকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন দেবেন্দ্র বিশু। এই লেগ স্পিনারের দ্বিতীয় শিকার ইউনুস খান। শর্ট বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন নিজের বিদায়ী সিরিজ খেলতে নামা এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

এই দুই উইকেটের মাঝে রানের খাতা খোলার আগেই বাবর আজমকে ফেরান গ্যাব্রিয়েল। দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন আজহার-মিসবাহ। ১১ রান তুলতে তারা খেলেন ৫৮ বল।

আজহার ৮১ ও অধিনায়ক মিসবাহ-উল-হক ৭ রানে ব্যাট করছেন। ১৯৩ বলের ইনিংসে ৭টি চার হাঁকানো আজহারের ব্যাটে বড় রানের ইঙ্গিত। এখনও ব্যাটিংয়ে আসতে বাকি আসাদ শফিক, সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের সামনে তাই কঠিন পথ।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সোমবার ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা দলটির বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় দিনের প্রথম দুই ওভারেই।

মোহাম্মদ আব্বাসের করা প্রথম ওভারে ফিরেন অধিনায়ক জেসন হোল্ডার। আগের দিন শতক পাওয়া চেইসের উইকেট পরের ওভারে তুলে নেন মোহাম্মদ আমির।

কোনো রান যোগ করার আগেই আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারানো ওয়েস্ট ইন্ডিজ তিনশ ছাড়ায় বিশু, আলজারি জোসেফের ব্যাটে। বিশুকে আউট করে নিজের চতুর্থ উইকেট নেন আব্বাস, ইয়াসির শাহর ফুলটস বলে বোল্ড হন জোসেফ।

দ্বিতীয় দিন ২৬ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৩১২ রানে।

৫৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার এই সিরিজেই অভিষেক হওয়া আব্বাস। আমির ৩ উইকেট নেন ৬৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯৮.৫ ওভারে ৩১২ (ব্র্যাথওয়েট ৯, পাওয়েল ৩৮, হেটমায়ার ১, হোপ ৫, চেইস ১৩১, ভিশাল ৩, ডাওরিচ ২৯, হোল্ডার ৫৮, বিশু ১৪, জোসেফ ৮, গ্যাব্রিয়েল ০*; আমির ৩/৬৫, আব্বাস ৪/৫৬, ইয়াসির ২/৮৩, শাদাব ১/৯০, আজহার ০/৪)

পাকিস্তান ১ম ইনিংস: ৬৯ ওভারে ১৭২/৩ (আজহার ৮১*, শেহজাদ ৭০, বাবর ০, ইউনুস ০, মিসবাহ ৭*; গ্যাব্রিয়েল ১, জোসেফ ০/২৪, চেইস ০/৩৭, হোল্ডার ০/৮, বিশু ২/৫৩)