পাকিস্তান-উইন্ডিজের সঙ্গে ব্যবধান বাড়ল বাংলাদেশের

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং বার্ষিক হালনাগাদের পর সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেড়েছে বাংলাদেশের। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বেড়েছে মাশরাফি বিন মুর্তজার দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2017, 10:48 AM
Updated : 1 May 2017, 01:20 PM

‌১ মে হালনাগাদের পর ১ রেটিং পয়েন্ট হারানো বাংলাদেশ ৯১ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরেই। ছয় নম্বরে থাকা শ্রীলঙ্কা ৫ রেটিং পয়েন্ট হারানোয় চলে এসেছে হাতের নাগালে। কদিন আগেই বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করা দলটির রেটিং পয়েন্ট ৯৩।

দুই রেটিং পয়েন্ট হারিয়েছে আট নম্বরে থাকা পাকিস্তান (৮৮)। ৪ পয়েন্ট হারিয়ে তাদের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ (৭৯)।

ওয়ানডেতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১২৩)। দুই নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১১৮)।

নিউ জিল্যান্ডকে (১১৫) পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে ভারত (১১৭)। ইংল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে কোন আট দল, সেটি নির্ধারিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। স্বাগতিক ইংল্যান্ড ও র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল পাবে সরাসরি খেলার টিকেট। বাকি দুই দলকে আসতে হবে বাছাইপর্ব খেলে।

সামনের প্রতিটি ম্যাচই তাই নিচের দিকের দলগুলির জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরবর্তী পরীক্ষা আয়ারল্যান্ডে, ত্রিদেশীয় সিরিজে। র‌্যাঙ্কিংয়ের চারে থাকা নিউ জিল্যান্ডের কাছে হারলে ক্ষতি খুব একটা হবে না। তবে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের কাছে হারলে খেসারত দিতে হবে বেশ।