স্পিনে উজ্জ্বল তাইজুল-এনামুল, ব্যাটে-বলে শামসুর
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2017 05:39 PM BdST Updated: 30 Apr 2017 05:48 PM BdST
স্পিনে জ্বলে উঠলেন তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র। ব্যাটসম্যান শামসুর রহমান বনে গেলেন অলরাউন্ডার। এই ত্রয়ীর দুর্দান্ত পারফরম্যান্সে ভিক্টোরিয়াকে উড়িয়ে দিল মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে ভিক্টোরিয়াকে ১৫৪ রানে গুটিয়ে দিয়ে মোহামেডান জিতেছে ২০ ওভার বাকি রেখেই।
ভিক্টোরিয়ার শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে রুবেল মিয়া ও নাসিরুদ্দিন ফারুক তোলেন ৩৩ বলে ৩৮ রান। কিন্তু এনামুল ও তাইজুলের বাঁহাতি স্পিন আক্রমণে দিশাহারা ভিক্টোরিয়ান ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। উদ্বোধনী জুটিই হয়ে থাকে ইনিংসের সেরা জুটি! ভিক্টোরিয়া অলআউট ১০ ওভার আগেই।
প্রথম দুটিসহ তাইজুল নিয়েছেন চার উইকেট। আগের ম্যাচে তিন উইকেটের পর এবারও এনাম জুনিয়রের উইকেট তিনটি। তবে আসল চমক ছিল শামসুর রহমানের বোলিং। পার্ট-টাইমার হয়েও টানা দ্বিতীয় ম্যাচে বোলিং করলেন ১০ ওভার, উইকেট এবার দুটি!
শামসুর পরে সফল নিজের আসল কাজেও। রান তাড়ায় দ্বিতীয় বলেই মোহামেডন হারিয়েছিল ওপেসার সৈকত আলিকে। কিন্তু শামসুরের ব্যাট জিততে একটুও বেগ পেতে হয়নি দলকে।
রনি তালুকদার ও রকিবুল হাসান সঙ্গ দিয়েছেন খানিকটা। শামসুর কাজ শেষ করেছেন অভিষেক মিত্রকে নিয়ে। চতুর্থ উইকেটে ৫০ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন।
২৫ বলে ৩৯ রানে অপরাজিত অভিষেক। আর ৭৭ বলে অপরাজিত ৭৪ শামসুর। ব্যাটিংয়ে ক্যারিয়ারে অনেকবার আলো ছড়ালেও এবার ম্যাচ সেরা ব্যাটে-বলের পারফরম্যান্সে।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া: ৪০ ওভারে ১৫৪ (রুবেল ৪২, ফারুক ১২, মাহবুব ১, বিস্ট ২১, হৃদয় ১২, মইনুল ২৭, মনির ৫, অমি ১৪, শাদ ০, মাহবুবুল ১২, ইসলামুল ২*; কামরুল রাব্বি ০/১৭, আজিম ১/৩৫, তাইজুল ৪/৩৭, শামসুর ২/৩০, এনাম জুনি. ৩/৩১)।
মোহামেডান: ৩০ ওভারে ১৫৮/৩ (সৈকত ০, রনি ১৯, শামসুর ৭৪*, রকিবুল ২০, অভিষেক ৩৯*; মাহবুবুল ১/৩৮, মইনুল ১/৪৮, মনির ১/১৯, শাদ ০/২১, ইসলামুল ০/২০, বিস্ট ০/১২)।
ফল: মোহামেডান ৭ উইকেট জয়ী
ম্যান অব দা ম্যাচ: শামসুর রহমান
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’