আমিরের ৫ উইকেট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2017 10:33 AM BdST Updated: 24 Apr 2017 05:31 PM BdST
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিই হয়ে থাকলো শেষ কথা। যতটুকু খেলা হয়েছে তাতে নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার পর প্রথমবারের মতো পাঁচ উইকেট তুলে নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
Related Stories
ওয়েস্ট ইন্ডিজের তিনশ রানের আশা বাঁচিয়ে উইকেটে আছেন জেসন হোল্ডার। অধিনায়ক অপরাজিত ৫৫ রানে। সঙ্গী শ্যানন গ্যাব্রিয়েল খেলছেন ৪ রানে।
স্যাবিনা পার্কে শনিবারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান। এদিন খেলা হয়েছে মাত্র ১১.৩ ওভার।
আউটফিল্ড ও পিচ ভেজা থাকায় প্রথম সেশনে খেলাই সম্ভব হয়নি। পরে খেলা শুরু হলে আগের দিনের দারুণ জুটিকে এগিয়ে নিতে থাকেন হোল্ডার-দেবেন্দ্র বিশু।
ওয়েস্ট ইন্ডিজের ৭৫ রানের অষ্টম উইকেট জুটি ভাঙে বিশুর বাজে শটে। আমিরের বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হওয়ার আগে ২৮ রান করেন তিনি।
পরের ওভারে আলজেরি জোসেফকে বোল্ড করে ২০১০ সালের লর্ডস টেস্টের পর প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেট নেন আমির।
এর কিছুক্ষণ পর বৃষ্টি নামলে দ্বিতীয় দিন আর খেলা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ২৭৮/৭ (ব্র্যাথওয়েট ০, পাওয়েল ৩৩, হেটমায়ার ১১, হোপ ২, ভিশাল ৯, চেইস ৬৩, ডাওরিচ ৫৬, হোল্ডার ৫৫*, বিশু ২৮, জোসেফ ০, গ্যাব্রিয়েল ৪*; আমির ৫/৪১, আব্বাস ১/৬৩, ওয়াহাব ১/৬৬, ইয়াসির ২/৯১)
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে