জুনায়েদের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক শুভাগত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2017 06:56 PM BdST Updated: 20 Apr 2017 09:29 PM BdST
বৈশাখ মাসে কালবৈশাখী বিরল নয়। কিন্তু ব্যাট হাতে শুভাগত হোম যেটি করলেন, সেটিকে বলা যায় টর্নোডো! ব্যাটিং উইকেটে এরপর বল হাতেও উজ্জ্বল তিনি। জাতীয় দলে জায়গা হারানোর দিনে এই অলরাউন্ডারই আবাহনীর জয়ের নায়ক।
শুভাগতর দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে বিফলে গেছে জুনায়েদ সিদ্দিকের দুর্দান্ত সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড।
ফতুল্লায় আবাহনীর ৩২৭ রান তাড়ায় ব্রাদার্স করতে পারে ২৯৫ রান। লিগে বর্তমান চ্যাম্পিয়নদের এটি টানা তৃতীয় জয়।
৭ নম্বরে ব্যাটিংয়ে নামেন শুভাগত, মিরপুরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল তখন ঘোষণা হয়ে গেছে। বাদ পড়ার আক্ষেপে হোক বা পরিস্থিতির দাবি মেটাতেই, খেললেন ১৭ বলে ৪৪ রানের খুনে ইনিংস। এরপর নতুন বল হাতে নিয়ে উইকেট ৩টি। তার পারফরম্যান্সকে পূর্ণতা দিয়েছে একটি ক্যাচ, দলের জয় ও ম্যাচ সেরার পুরস্কার।
শুভাগতকে শেষের তাণ্ডব চালানোর ভিত্তি গড়ে দিয়েছিল উপরের দিকের ব্যাটসম্যানরা। লিটন দাস ও উদয় কাউল উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।


লিটন ও শান্ত ফিরেছেন হাফসেঞ্চুরির কাছে গিয়ে, উদয় ফিরলেন সেঞ্চুরির কাছে গিয়ে। ১২০ বলে ৯৪ রানে আউট হয়েছে ভারতের হিমাচল প্রদেশের ব্যাটসম্যান।
আবাহনী ততক্ষণে দাঁড়িয়ে দারুণ ভিতের ওপর। মোসাদ্দেক এদিন টিকতে পারেননি, মিঠুনও ফিরে গেছেন এক ছক্কা ও এক চারে ১৯ রান করে। কিন্তু সময়ের দাবি মিটিয়ে রান তুলেছেন মাহমুদউল্লাহ।
শুভাগত যখন উইকেটে গেলেন, ইনিংসের বাকি তখন ২৩ বল। ওই ক’বলেই আবাহনী তুলেছে ৫৩ রান! তর ৪৪ রানই শুভাগতর। ৭টি চারের সঙ্গে মেরেছেন একটি ছক্কা।
আগের দুই ম্যাচে ৫৯ ও ৭৭ রানের পর মাহমুদউল্লাহ এবার অপরাজিত ৪২ বলে ৪৯ রানে। শেষ ১০ ওভারে আবাহনী তোলে ১০৪ রান।
জুনায়েদের ব্যাটে ব্রাদার্সের জবাবটাও খারাপ হচ্ছিল না। শুরুতে ওপেনিং সঙ্গীকে হারালেও দ্বিতীয় উইকেটে মিজানুরকে নিয়ে তিনি গড়েন দারুণ জুটি।
এখানেও বাধ সাধেন শুভাগত। ৪২ রান করা মিজানুরকে ফিরিয়ে ৮৬ রানের জুটি ভাঙেন এই অফ স্পিনার। মিডল অর্ডারে আঘাত হানেন আরও দুবার। তাতেই রান তাড়ায় পিছিয়ে পড়ে ব্রাদার্স।


জুনায়েদের আউটেই ম্যাচ থেকে ছিটকে পড়ে ব্রাদার্স। লোয়ার অর্ডারে নিহাদুজ্জামানের ৩২ বলে অপরাজিত ৪১ রান দলকে নিয়ে গেছে তিনশর কাছে, কমিয়েছে ব্যবধান।
সকালে জানা গেছে জাতীয় দল থেকে শুভাগতর বাদ পড়ার খবর। বিকেলেই তার হাতে উঠল লিগে ম্যাচ সেরার ট্রফি।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ৫০ ওভারে ৩২৭/৬ (লিটন ৪৮, উদয় ৯৪, শান্ত ৪৯, মাহমুদউল্লাহ ৪৯*, মোসাদ্দেক ৩, মিঠুন ১৯, শুভগত ৪৪, সাইফ উদ্দিন ০*; আরাফাত ১/৬৬, নাঈম ০/৫৭, নিহাদুজ্জামান ১/৫৪, মায়শুকুর ০/১৫, কামরুল ২/৫৬, অলক ২/৪৬, তাপস ০/৩০)।
ব্রাদার্স : ৫০ ওভারে ২৯৫/৭ (জুনায়েদ ১১৪, রুম্মান ১, মিজানুর ৪২, ফরহাদ ২৬, মায়শুকুর ২৮, অলক ৬, তাপস ০, কামরুল ১১, নিহদুজ্জামান ৪১*, নাঈম ১৫*; সাইফ উদ্দিন ২/৫০, শুভাগত ৩/৪৫, তাসকিন ০/৫৩, সানজামুল ১/৪৮, সাকলাইন ১/৩৯, মোসাদ্দেক ১/২৮, মাহমুদউল্লাহ ০/২৯)।
ফল: আবাহনী ৩২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শুভাগত হোম চৌধুরী
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার