রসুল-নাসির উড়িয়ে দিলেন ভিক্টোরিয়াকে

দারুণ বোলিংয়ে জয়ের পথ তৈরি করে দিলেন পারভেজ রসুল। সেই পথ দিয়ে দারুণ গতিতে ছুটলেন দুই ওপেনার। বল হাতে ১ উইকেট নেওয়ার পর ঝড়ো ব্যাটিংয়ে শেষ করলেন নাসির হোসেন। ভিক্টোরিয়াকে উড়িয়ে দিল গাজী গ্রুপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 10:33 AM
Updated : 18 April 2017, 01:10 PM

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লায় ভিক্টোরিয়ার ১৭৭ রান গাজী পেরিয়ে যায় ১১২ বল বাকি রেখেই!

টস জিতে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়া শুরু থেকেই ধুঁকেছে। গড়তে পারেনি কোনো জুটি। দলের প্রথম ৫ ব্যাটসম্যানই দু অঙ্ক ছুঁয়েছেন। কিন্তু ৩০ ছুঁতেও পারেননি কেউ! চতুর্থ উইকেটে উত্তম সরকার ও শফিউল হায়াত হৃদয়ের ৪৭ রানই ইনিংসের সেরা জুটি।

প্রথম চার উইকেট ভাগাভাগি করেছেন গাজীর পেসাররা। পরের চার ব্যাটসম্যানই রসুলের শিকার। ভারতীয় অলরাউন্ডার আগের ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তবে ব্যাট হাতে করেছিলেন অপরাজিত অর্ধশতক। এবার অফ স্পিনে নিলেন ৪ উইকেট।

১৭৮ রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের কাজ প্রায় সেরে ফেলে গাজী। ১০১ রানের জুটি গড়েন জহুরুল ইসলাম ও এনামুল হক। ৪৭ বলে ৫০ করে ফেরেন এনামুল। পরের ওভারে ৫২ রান করে আউট জহুরুল।

এরপর আর কোনো বাধা আসতে দেননি মুমিনুল হক ও নাসির হোসেন। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬৫ বলে ৭৪ রানের।

আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরির পর এবার ৮ চারে ৩২ বলে ৪১ করে অপরাজিত নাসির। দারুণ বোলিংয় যদিও ম্যাচ সেরা রসুলই।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৪৮.৪ ওভারে ১৭৭ (সায়েম ১৯, সানি ১৯, সনেট ১২, হৃদয় ২৬, উত্তম ২৯, মোহাইমিনুল ৪, মাহবুব ৪, মইনুল ১৫, মনির ১৬, আশিকুজ্জামান ১৭*, মাহবুবুল ১৩; শফিউল ১/৪০, আলাউদ্দিন ২/৩১, আবু হায়দার ২/১৯, মেহেদি ০/২২, সোহরাওয়ার্দী ০/২৪, রসুল ৪/২৮, নাসির ১/১৩)।

গাজী গ্রুপ: ৩১.২ ওভারে ১৮১/২ (এনামুল ৫০, জহুরুল ৫২, মুমিনুল ৩০*, নাসির ৪১*;  মাহবুবুল ০/১৭, আশিকুজ্জামান ০/২০, মনির ০/৩৩, মইনুল ১/৪০, সনেট ০/১৯, সানি ১/২২, মাহবুব ০/২৮)।

ফল: গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: পারভেজ রসুল