শেখ জামালকে জেতালেন রাজ্জাক-নুরুল

জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। ব্যাটসম্যানরাও দলকে রেখেছিলেন পথেই। শেষ দিকে হঠাৎই গড়বড়। মরা ম্যাচে খানিকটা উত্তেজনা। তবে শেষ পর্যন্ত জিতেছে শেখ জামালই। জিতেছে সহজ ম্যাচটি কঠিন করে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:05 PM
Updated : 13 April 2017, 12:05 PM

ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিং ভিক্টোরিয়াকে থামায় ২০৯ রানে। রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও নুরুল হাসান সোহানের ব্যাটে জয়ের কাছাকাছি যায় শেখ জামাল। শেষ দিকে দ্রুত চার উইকেট হারালেও শেষ পর্যন্ত জিতেছে তারা চার বল বাকি থাকতে।

ভিক্টোরিয়ার ইনিংস বলতে গেলে একাই টেনেছেন উত্তম সরকার। পাঁচে নেমে ১০২ বলে ৮৮ করেছেন এই ব্যাটসম্যান। 

৩৩ রানে ৩ উইকেট হারানোর পর উত্তমকে খানিকটা সঙ্গ দিয়েছেন নাসিরুদ্দিন ফারুক। কিন্তু রাজ্জাক ও গাজীর স্পিনে সুবিধা করতে পারেননি আর কেউ।

১০ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯ বার পেলেন ৪ উইকেট। আরও সাতবার নিয়েছেন ৫ উইকেট।

২৯ রান দিয়েই গাজীর উইকেট ৩টি।

রান তাড়ায় শেখ জামাল ৫৫ রানে হারায় তিন উইকেট। চতুর্থ উইকেটে অভিজ্ঞ রাজিন সালেহ ও নুরুল যোগ করেন ৬৬ রান।

পঞ্চম উইকেটে তানবীর হায়দারকে নিয়েও নুরুলের জুটি ৬৬ রানের। শেখ জামাল তখন সহজ জয়ের পথে। কিন্তু তানবীর ও জিয়াউর রহমানকে পরপর হারায় তারা।

জয়ের খুব কাছে গিয়ে তিন বলের মধ্যে ফেরেন নুরুল ও সোহাগ গাজীও। তবে হোঁচট খেলেও শেষ পর্যন্ত জিতেছে জামাল। শেষ ওভারের প্রথম দুই বলে রাজ্জাক ও ইলিয়াস সানির সিঙ্গেলে ধরা দিয়েছে জয়।

৯৪ বলে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংসে ম্যাচ সেরা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল।

সংক্ষিপ্ত স্কোর:

ভিক্টোরিয়া: ৪৮.২ ওভারে ২০৯ (সানি ০, ফারুক ৪৪, শফিউল হায়াত ১৯, সায়েম ০, উত্তম ৮৮, মাহবুব ১৯, মোহাইমিনুল ২৩, মনির ২, মাহবুবুল ৫, আশিকুজ্জামান ২*, মইনুল ২; শাহাদাত ১/৩৫, জিয়াউর ১/২৭, রাজ্জাক ৪/২৯, গাজী ৩/২৯, ইলিয়াস সানি ০/৩৭, তানবীর ০/১৮, ফজলে রাব্বি ১/৩২)।

শেখ জামাল: ৪৯.২ ওভারে ২১০/৮ (ফজলে রাব্বি ২৬, মাহবুবুল ১৬, ইমরুল ৮, রাজিন ৩২, নুরুল ৮০, তানবির ৩১, জিয়াউর ০, ইলিয়াস সানি ৭*, গাজী ০, রাজ্জাক ১*; মাহবুবুল ১/২৩, আশিকুজ্জমান ০/৩৩, মনির ৩/৩৬, সানি ২/৪৪, মোহাইমিনুল ০/২৯)।

ফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান