রূপগঞ্জের জয়ে উজ্জ্বল মুশফিক-মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2017 06:56 PM BdST Updated: 12 Apr 2017 08:09 PM BdST
এবারের দলবদলের অন্যতম আলোচিত ঘটনা দুজনের এক দলে খেলা। লিগের প্রথম দিনে দলের জয়ের নায়কও সেই দুজন। ব্যাটে-বলে অবদান রাখলেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ অপরাজিত ইনিংসে দলকে জেতালেন মুশফিকুর রহিম।
Related Stories
প্রিমিয়ার লিগের প্রথম দিন বিকেএসপিতে মুশফিক-মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
টানা ৮ ওভারের স্পেলে ২ উইকেট নিয়েছেন মাশরাফি। আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ নিয়েছেন ৩ উইকেট। ব্রাদার্স থমকে যায় ২০৬ রানে।
রূপগঞ্জের রান তাড়া মসৃণ ছিল না। তবে এক প্রান্ত আগলে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন মুশফিক। মাশরাফির অনুরোধেই রূপগঞ্জকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। সামনে থেকে নেতৃত্ব দিয়ে অপরাজিত ৭৫ রানে।
রান বাড়াতে চারে নামা পেসার নূর আল সাদ্দাম মাশরাফির প্রথম ওভারে্ মারেন ছক্কা। পরে সাদ্দামকে ফিরিয়ে দেন মাশরাফিই। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক পরে ফেরান অলক কাপালীকে।
মাঝে ব্রাদার্সের ভারতীয় অলরাউন্ডার অভিষেক নায়ারকে ফেরান আসিফ। ৯১ রানে ব্রাদার্স হারায় ৬ উইকেট।

রূপগঞ্জের দুই ওপেনার বা মিডল অর্ডারে অভিজ্ঞ নাঈম, - সবাই আউট হয়েছেন থিতু হয়েও। ১৪১ রানে হারায় তারা ৫ উইকেট। তখন মুশফিককে সঙ্গ দেওয়ার মতো নেই বিশেষজ্ঞ ব্যাটসম্যান। মাশরাফি তখন ব্যাট হতে খানিকটা সঙ্গ দেন মুশফিককে।

১০৩ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংসে ম্যাচ সেরা মুশফিকই।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স: ৫০ ওভারে ২০৬/৯ (মিরাজুল ০, জুনায়েদ ২১, মিজানুর ১৫, সাদ্দাম ১৮, অভিষেক ৬, মায়শুকুর ৬৫, অলক ১২, কামরুল ২৯, ধীমান ৩০*, ইফতেখার ২, নিহাদুজ্জামান ২*; শরীফ ৩/২৫, সাব্বির ০/৪১, মোশাররফ ১/৪২, মাশরাফি ২/২৮, আসিফ ২/৩১, মাহমুদুল ০/২১, নাঈম ০/১৬)।
রূপগঞ্জ: ৪৬.১ ওভারে ২০৭/৬ (সায়েম ১৯, হাসানুজ্জামান ৩১, মাহমুদুল ১, মুশফিক ৭৫*, নাঈম ২৫, ইয়াসির ৫, মাশরাফি ১৭, মোশাররফ ১৯*; মিরাজুল ০/২৬, সাদ্দাম ০/২২, নিহাদুজ্জামান ২/৩৪, কামরুল ০/৪৪, ইফতেখার ১/২৭, অলক ০/২৭, অভিষেক ২/২২।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও