ঝড়ো সেঞ্চুরিতে আবাহনীর নায়ক মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2017 05:38 PM BdST Updated: 12 Apr 2017 08:09 PM BdST
৯২ থেকে টানা দুটি ছক্কায় সেঞ্চুরি। খানিক পরই দলের জয়। যখন উইকেটে গিয়েছিলেন, দল ছিল হারের শঙ্কায়। সেখান থেকেই অসাধারণ সেঞ্চুরিতে আবাহনীকে জেতালেন মোসাদ্দেক হোসেন।
Related Stories
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক। খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ৫ উইকেট হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আবাহনী লিমিটেড।
গত ঢাকা লিগে আবাহনীর শিরোপা জয়ে বড় অবদান ছিল মোসাদ্দেকের। এমনকি শেষ ম্যাচেও করেছিলেন ৭৪ বলে ৭৮। এবার শুরু করলেন যেন ঠিক সেখান থেকেই। উপহার দিলেন এবারের টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি।
ঘরোয়া ক্রিকেটে গত কবছরের নিয়মিত পারফরমার তিনি। এবার যোগ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করে আসার আত্মবিশ্বাস। ব্যাট হাতে এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচ জয়ী জুটিতে মোসাদ্দেককে সঙ্গ দিয়েছেন আবাহনীর নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ।
রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় আবাহনী। ডলার মাহমুদ দ্বিতীয় বলেই বোল্ড করেন সাইফ হাসানকে।
দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন সাদমান হোসেন ও নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হয়েও পরপর দুই ওভারে আউট হন দুই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।
৪৩ বলে ২৪ করে স্টাম্পড সাদমান। শান্ত করেছেন ৬২ বলে ৪৫। আবাহনীর রান তখন ৩ উইকেটে ৮৫।
খেলাঘর তখন অঘটনের আশায়। কিন্তু আবাহনীর শঙ্কা দূর হয় মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের ব্যাটে। পঞ্চম উইকেটে ১২৪ বলে ১২৭ রানের জুটি গড়েন দুজন।
৫৯ রানে মাহমুদউল্লাহ ফেরার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে বাকি কাজ সারেন মোসাদ্দেক।
৫১ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন মোসাদ্দেক। পরের পঞ্চাশ ২৮ বলেই। নাজমুস সাদাতকে টানা দুটি ছক্কায় ৭৯ বলে করেছেন সেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
দু দলের রান যখন সমান, উড়িয়ে মেরে দলকে জেতাতে গিয়ে আউট হয়েছেন মোসাদ্দেক। পরের বলেই মিঠুনের বাউন্ডারিতে জয়। ২৭ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন মিুঠন। দুজনের জুটির রান ৪৯ বলে ৮১!
সকালে খেলাঘরের হয়ে দুর্দান্ত খেলেন অধিনায়ক নাফিস ইকবাল। নিজের শততম লিস্ট ‘এ’ ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান চার ছক্কায় ৭৮ করেছেন ৬৮ বলে!
ওপেনার রবিউল ইসলাম রবি করেন ৭৯ বলে ৭৪। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ১৩৩ বলে ১৪৯ রানের।

দিন শেষে সব অভিজ্ঞ ব্যাটসম্যানরা ম্লান তরুণ মোসাদ্দেকের দ্যুতিতে।
খেলাঘর: ৫০ ওভারে ২৯৩/৬ (রবিউল ৭৪, পাপ্পু ৩, নাফিস ৭৮, অমিত ৪১, নাজিম উদ্দিন ৩৭, সাদাত ৮, মাসুম ৩১*, ডলার ১৫*; সাইফ উদ্দিন ৩/৪৫, অনিক ২/৬৯, সানজামুল ০/৫২, শুভাগত ০/৩৯, মোসাদ্দেক ০/১৮, সাকলাইন ১/৩১, মাহমুদউল্লাহ ০/৩৮)।
আবাহনী: ৪৭.৩ ওভারে ২৯৭/৫ (সাদমান ২৪, সাইফ ০, শান্ত ৪৫, মাহমুদউল্লাহ ৫৯, মোসাদ্দেক ১১০, মিঠুন ৪২*, সাইফ উদ্দিন ০*; ডলার ১/২৪, রবিউল ০/৩০, সাদেকুর ২/৩৬, মাসুম ০/৪৭, রেজাউল ১/৫০, আরিফুল ১/৬২, সাদাত ০/৪৫)।
ফল: আবহনী ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
-
‘কোনো কারণ ছাড়াই’ ঢাকায় আসছেন আইসিসি চেয়ারম্যান
-
ভারত-দ.আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকবে শতভাগ দর্শক
-
স্পিনারের ‘ক্রাইসিস’, মিরপুরে মোসাদ্দেকের অফ স্পিনেই ভরসা
-
হজে যাওয়ার জন্য উইন্ডিজ সফরে থাকছেন না মুশফিক
-
মেয়েদের ডিপিএলের ৩ ম্যাচই পরিত্যক্ত
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত