ঝড়ো সেঞ্চুরিতে আবাহনীর নায়ক মোসাদ্দেক

৯২ থেকে টানা দুটি ছক্কায় সেঞ্চুরি। খানিক পরই দলের জয়। যখন উইকেটে গিয়েছিলেন, দল ছিল হারের শঙ্কায়। সেখান থেকেই অসাধারণ সেঞ্চুরিতে আবাহনীকে জেতালেন মোসাদ্দেক হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 11:38 AM
Updated : 12 April 2017, 02:09 PM

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক। খেলাঘর সমাজ কল্যাণ সংস্থাকে ৫ উইকেট হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আবাহনী লিমিটেড।

গত ঢাকা লিগে আবাহনীর শিরোপা জয়ে বড় অবদান ছিল মোসাদ্দেকের। এমনকি শেষ ম্যাচেও করেছিলেন ৭৪ বলে ৭৮। এবার শুরু করলেন যেন ঠিক সেখান থেকেই। উপহার দিলেন এবারের টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি।

ফতুল্লায় ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল এবার প্রিমিয়ারে উঠে আসা খেলাঘর। শুরুতে হোঁচট খেলেও আবাহনীর রান তাড়া তীব্র গতিতে ছুটেছে মোসাদ্দেকের ব্যাটে। ৮৫ বলে করেছেন ১১০।

ঘরোয়া ক্রিকেটে গত কবছরের নিয়মিত পারফরমার তিনি। এবার যোগ হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করে আসার আত্মবিশ্বাস। ব্যাট হাতে এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচ জয়ী জুটিতে মোসাদ্দেককে সঙ্গ দিয়েছেন আবাহনীর নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ।

রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় আবাহনী। ডলার মাহমুদ দ্বিতীয় বলেই বোল্ড করেন সাইফ হাসানকে।

দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন সাদমান হোসেন ও নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হয়েও পরপর দুই ওভারে আউট হন দুই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

৪৩ বলে ২৪ করে স্টাম্পড সাদমান। শান্ত করেছেন ৬২ বলে ৪৫। আবাহনীর রান তখন ৩ উইকেটে ৮৫।

খেলাঘর তখন অঘটনের আশায়। কিন্তু আবাহনীর শঙ্কা দূর হয় মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের ব্যাটে। পঞ্চম উইকেটে ১২৪ বলে ১২৭ রানের জুটি গড়েন দুজন।

৫৯ রানে মাহমুদউল্লাহ ফেরার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে বাকি কাজ সারেন মোসাদ্দেক।

৫১ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন মোসাদ্দেক। পরের পঞ্চাশ ২৮ বলেই। নাজমুস সাদাতকে টানা দুটি ছক্কায় ৭৯ বলে করেছেন সেঞ্চুরি, লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

দু দলের রান যখন সমান, উড়িয়ে মেরে দলকে জেতাতে গিয়ে আউট হয়েছেন মোসাদ্দেক। পরের বলেই মিঠুনের বাউন্ডারিতে জয়। ২৭ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন মিুঠন। দুজনের জুটির রান ৪৯ বলে ৮১!

সকালে খেলাঘরের হয়ে দুর্দান্ত খেলেন অধিনায়ক নাফিস ইকবাল। নিজের শততম লিস্ট ‘এ’ ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান চার ছক্কায় ৭৮ করেছেন ৬৮ বলে!

ওপেনার রবিউল ইসলাম রবি করেন ৭৯ বলে ৭৪। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ১৩৩ বলে ১৪৯ রানের।

আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান নাজিম উদ্দিন করেন ৩৭। শেষ দিকে মাসুম খান ২৮ বলে ৩১। প্রিমিয়ারে নিজেদের প্রথম দিনে খেলাঘর গড়ে তিনশ ছুঁইছুঁই স্কোর।

দিন শেষে সব অভিজ্ঞ ব্যাটসম্যানরা ম্লান তরুণ মোসাদ্দেকের দ্যুতিতে।

খেলাঘর: ৫০ ওভারে ২৯৩/৬ (রবিউল ৭৪, পাপ্পু ৩, নাফিস ৭৮, অমিত ৪১, নাজিম উদ্দিন ৩৭, সাদাত ৮, মাসুম ৩১*, ডলার ১৫*; সাইফ উদ্দিন ৩/৪৫, অনিক ২/৬৯, সানজামুল ০/৫২, শুভাগত ০/৩৯, মোসাদ্দেক ০/১৮, সাকলাইন ১/৩১, মাহমুদউল্লাহ ০/৩৮)।

আবাহনী: ৪৭.৩ ওভারে ২৯৭/৫ (সাদমান ২৪, সাইফ ০, শান্ত ৪৫, মাহমুদউল্লাহ ৫৯, মোসাদ্দেক ১১০, মিঠুন ৪২*, সাইফ উদ্দিন ০*; ডলার ১/২৪, রবিউল ০/৩০, সাদেকুর ২/৩৬, মাসুম ০/৪৭, রেজাউল ১/৫০, আরিফুল ১/৬২, সাদাত ০/৪৫)।

ফল: আবহনী ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন