ইংল্যান্ডে ক্যাম্পে থাকবেন না সাকিব-মুস্তাফিজ

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। তবে সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সে সময় দুজনই খেলবেন আইপিএলে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 02:49 PM
Updated : 9 April 2017, 02:49 PM

সাসেক্সে ক্যাম্পের জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সাকিব আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র নিয়েছেন ৩ মে পর্যন্ত। কলকাতায় সেদিন রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, মুস্তাফিজকেও একই সময় পর্যন্ত অনাপত্তিপত্র না দেওয়ার কারণ নেই।

“সাকিব ৩ তারিখ পর্যন্ত খেলবে আইপিএল। মুস্তাফিজও যদি চায়, সেই সময় পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণ নেই। ক্যাম্পে থাকলে ভালো হতো অবশ্যই। তবে যেহেতু ওরা দুজন খেলার মধ্যেই থাকবে, ক্যাম্পে থাকা খুব জরুরিও নয়। ম্যাচ প্র্যাকটিস অনেক সময় আরও ভালো।”

২ মে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের খেলা দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে দিল্লিতে। পরের ম্যাচ ৬ মে পুনের সঙ্গে হায়দরাবাদে। দুটির একটি হতে পারে এবারের আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচ।

ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ ১২ মে, আয়ারল্যন্ডের বিপক্ষে।