যেখানে দেখতে চান মাশরাফি, সেখানে নেই বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2017 10:02 PM BdST Updated: 04 Apr 2017 12:49 AM BdST
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। সেটাকে অনেক বড় করে দেখতে রাজি নন মাশরাফি বিন মুর্তজা। বিচ্ছিন্ন দুই একটা সাফল্যে গা না ভাসিয়ে কঠিন বাস্তবতার আয়নায় দেখছেন, যেখানে দেখতে চান, সেখানে নেই বাংলাদেশ।
গত বছর এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠার পথে বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। মাশরাফির কাছে এই সংস্করণে এখনও পর্যন্ত সেটাই দেশের সেরা সাফল্য।
“এরপর বিশ্বকাপে আমরা কিন্তু শেষ করতে পরিনি, ভারত ম্যাচ যদি দেখেন। তবে আমরা দিন দিন উন্নতি করছি, ভালো করছি। আমরা যেখানে যেতে চাই, সেখানে যেতে পারিনি।”
“অন্যান্য দল দেখেন, ওয়েস্ট ইন্ডিজ (টি-টোয়েন্টিতে) দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অন্যান্য দলের দিকে তাকান, ওরা ভালো খেলছে। আমাদেরও ওদের মতো হতে হবে।”
টি-টোয়েন্টিতে বাংলাদেশের টানা ভালো খেলতে না পারার প্রতিফলন আছে র্যা ঙ্কিংয়ে। আফগানিস্তানেরও পেছনে ১০ নম্বরে রয়েছে তারা।
অধিনায়ক মনে করেন, নিজেদের আরও ভালো অবস্থানে নিতে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন কিছু ক্রিকেটার টি-টোয়েন্টিতে বাংলাদেশের দরকার।
“ইমপ্যাক্ট খেলোয়াড়ের দরকার আছে। আমাদের জুনিয়র তেমন কিছু ক্রিকেটার তৈরিও হচ্ছে। তারা যখন এই ফরম্যাটে আরও বেশি ম্যাচ খেলবে আমার মনে হয়, আমরা ওই জায়গায় যেতে পারবো। তার আগে, আমাদের এখনও অনেক উন্নতি করতে বাকি।”
-
হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
-
আইএসএসবি’র মনোবিদদের সঙ্গে ক্রিকেটারদের সেশনের পরিকল্পনা
-
৭ মেডেন ও ২ রান দিয়ে নাহিদার ৪ উইকেট
-
‘কোহলি এবার যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারে করেনি’
-
শারীরিক পরীক্ষা করাতে সিঙ্গাপুরে সাকিব
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী