বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে মালিঙ্গা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2017 10:59 AM BdST Updated: 04 Apr 2017 12:49 AM BdST
ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক উপুল থারাঙ্গা জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাসিথ মালিঙ্গাকে পাওয়ার আশা করছে দল। সেই আশার অর্ধেকটা মিলল, অর্ধেক নয়। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কা দলে মালিঙ্গা থাকলেও নেই ম্যাথিউস।
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন মালিঙ্গা। তবে ফিটনেস সমস্যায় খেলেননি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেবেন থারাঙ্গা। ওয়ানডে সিরিজের পারফরম্যান্সেই টি-টোয়েন্টিতে ফিরেছেন থিসারা পেরেরা। দলে ফিরেছেন বাংলাদেশে ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে ওঠা শ্রীলঙ্কা দলের অলরাউন্ডার শিহান জয়াসুরিয়া।
চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া কুসল পেরেরা আছেন টি-টোয়েন্টিতে। তবে সেটি ফিটনেস প্রমাণ সাপেক্ষে। আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারলে প্রস্তুত রাখা হয়েছে সাদুন বিরাকোডিকে।
ওয়ানডে সিরিজের ম্যান অব দা সিরিজ কুসল মেন্ডিস জায়গা পাননি টি-টেয়োন্টিতে। প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া জানিয়েছেন, এখনই সব সংস্করণে খেলিয়ে প্রতিভাবান ব্যাটসমানের ব্যাটিং নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে চান না তারা।
মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
টি-টোয়েন্টির শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দিলশান মুনাবিরা, দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (ফিটনেস সাপেক্ষে), লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, ভিকুম সঞ্জয়া, মিলিন্দা সিরিবর্দনা, আসেলা গুনারত্নে, সিকুগে প্রসন্ন, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, শিহান জয়াসুরিয়া।
স্ট্যান্ডবাই: সাদুন বিরাকোডি।
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
-
শারমিনের ১০৯, অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল ফাহিমা
-
যে কারণে ডেভিডের বিপক্ষে রিভিউ নেননি পান্ত
-
প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
-
লম্বা আইপিএলের পর এখনই টেস্ট খেলতে ‘চান না’ মুস্তাফিজ
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা
- এমবাপে বললেন, পিএসজিতেই থাকছেন তিনি
- প্রাথমিক পর্বেই শেষ মুস্তাফিজদের আইপিএল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা