রাতে ঘুমাতে পারেননি মুস্তাফিজ!

ম্যাচের অর্ধেক ভেসে গেছে বৃষ্টিতে। তবে প্রথম ভাগে যা হয়েছে, রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট ছিল সেটুকুই! শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান বল হাতে ছিলেন বেশ খরুচে। পরে ম্যাচ পরিত্যক্ত হলেও নিজের বাজে পারফরম্যান্সে সেদিন রাতে ঠিকমত ঘুমাতে পারেননি বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 02:36 PM
Updated : 31 March 2017, 09:34 AM

ডাম্বুলায় সেদিন ৮ ওভারে ৬০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। শুরু থেকে শেষ পর্যন্ত বোলিং ছিল ধারহীন। ঘাসের ছোঁয়া থাকা ব্যাটিং উইকেটে বল ব্যাটে এসেছে দারুণভাবে, মুস্তাফিজের কাটার তাই ছিল অকার্যকর। তবে লাইন-লেংথও রাখতে পারেননি ভালো।

ভারতীয় ম্যাগাজিন স্পোর্টস্টারকে মুস্তাফিজ বলেছেন, নিজের পারফরম্যান্সে খুশি নন তিনি। দ্বিতীয় ওয়ানডের পারফরম্যান্সে প্রচণ্ড হতাশ নিজের ওপর।

“এখনও চেষ্টা করছি নিজের আগের বোলিংটা ফিরে পেতে। নিজের পারফরম্যান্সে আমি খুশি নই। আয়ারল্যান্ড সফরের আগে আমাকে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠতে হবে।”

“সেদিন রাতে আমি ঠিকমত ঘুমাতে পারিনি। মানসিকভাবে খুব হতাশ ছিলাম।”

জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি ক্যাম্প করবে সাসেক্সে।

মুস্তাফিজ জানালেন, বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পরামর্শে ছন্দে ফেরার চেষ্টায় আছেন তিনি।

“ওয়ালশ আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো মেনে চলার চেষ্টা করছি। ফর্মে আমাকে ফিরতেই হবে।”

বাংলাদেশও অপেক্ষায় আছে চোট পাওয়ার আগের মুস্তাফিজকে ফিরে পাওয়ার।