‘জীবনের সেরা বলে’ তাসকিনের হ্যাটট্রিক

জীবনের সেরা তিন বল ছিল নাকি, শুনেই হেসে ফেললেন তাসকিন আহমেদ। হ্যাটট্রিকের আনন্দের রেশ কাটেনি ম্যাচের পর দিন সকালেও। হাসতে হাসতেই জানালেন, নুয়ান প্রদিপকে বোল্ড করে হ্যাটট্রিক বলটি এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বল। 

ক্রীড়া প্রতিবেদকডাম্বুলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 02:07 PM
Updated : 29 March 2017, 02:09 PM

ডাম্বুলা রনগিরি স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন। বৃষ্টির দাপটে লক্ষ্য তাড়ায় নামতেই পারেনি অতিথিরা।

পরদিন টিম হোটেলে সেই তিন বল নিয়ে বলছিলেন তাসকিন।  

“ওই তিন বলকে ক্যারিয়ারের সেরা বলবো না। তবে প্রদিপকে করা শেষ বলটি অবশ্যই ক্যারিয়ারের সেরা বল।”

আর বলটি করার আগে সৌম্য সরকার ছুটে এসে মনে করিয়ে দিয়েছিলেন, এটি হ্যাটট্রিক বল।

“যখন পঞ্চম বল করতে যাচ্ছি, সৌম্য দৌড়ে এসে বললো এটা তোর হ্যাটট্রিক বল। মাথায় তখন ওটা ঢুকে গিয়েছিল। হ্যাটট্রিকটা পেতেই হবে।”

সৌম্য জানান, তার কাছে মনে হয়েছিল হ্যাটট্রিক বল নিয়ে কিছুই ভাবছে না তাসকিন। তাই এগিয়ে গিয়ে দিয়ে এসেছিলেন পরামর্শ।

“হুম, ওকে সেই সময়ে বলেছিলাম, ১১ নম্বর ব্যাটসম্যান এসেছে, ইয়র্কার কর। ওকে খুব স্বাভাবিক মনে হচ্ছিল। তাই এগিয়ে গিয়ে মনে করিয়ে দিয়েছিলাম, এই বলে উইকেট পেলে ওর হ্যাটট্রিক হবে।”

হ্যাটট্রিকের কাছে গিয়ে ফেরার অভিজ্ঞতা আগে ছিল তাসকিনের। এবার তার মন বলছিল, অপেক্ষা ফুরিয়েছে।

“মন বলছিল কিছু একটা হবে। শেষ পর্যন্ত হয়েছে। ওই বল করার আগে নার্ভাস ছিলাম না। অন্য সময়ের চেয়ে আত্মবিশ্বাসী ছিলাম।”