হ্যাটট্রিকের ছবি মনে এঁকেছিলেন তাসকিন

৮ ওভারে ৪২ রান দিয়ে নিতে পেরেছেন ১ উইকেট। শ্রীলঙ্কা ছাড়িয়েছে তিনশ। শেষ ওভারটিও করতে হবে। তাসকিন আহমেদের মাথায় খেলা করছিল অনেক কিছু। ভাবছিলেন, খেলার স্রোতের বিপরীতে কিছু উইকেট পেলে মন্দ হয় না। হলোও সেটিই!

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 08:38 AM
Updated : 29 March 2017, 08:53 AM

শেষ ওভারেও প্রথম দুই বলে পাঁচ রান গুণেছিলেন তাসকিন। পরের তিন বলেই উইকেট, ভাসলেন হ্যাটট্রিক আনন্দে। ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা থামল ৩১১ রানে।

শ্রীলঙ্কা অনেক রান করলেও তাসকিনের হ্যাটট্রিকে বাংলাদেশ মাঠ ছেড়েছিল উজ্জীবিত হয়েই। তবে আর মাঠে নামার সুযোগ হয়নি। বৃষ্টিতে ভেসে যায় ম্যাচের পরের ভাগ।

বুধবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানালেন, শেষ ওভারের অমন ছবি মনের চোখে দেখছিলেন তিনি।

“শেষ ওভারের আগে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে একটু কল্পনা করছিলাম যে এ রকম হতে পারে। আল্লাহর রহমতে হয়েও গেল।”

আসেলা গুনারত্নে ধরা পড়েছেন মিড অফে, সুরাঙ্গা লাকমল মিড উইকেটে। পরের বলে ইয়র্কারে ব্যাট হাঁকালেন শেষ ব্যাটসম্যান নুয়ান প্রদিপ, বল উড়িয়ে দিল বেলস।

আগেও হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত পারেননি তাসকিন। জানালেন, এবার ছিলেন বেশ ফুরফুরে।

“আগেও আমি বেশ কবার হ্যাটট্রিকের সামনে ছিলাম। টানা দুই বলে উইকেট নিয়ে পরে হ্যাটট্রিক হয়নি। এবার আগের থেকে অনেক রিল্যাক্সড ছিলাম। কেন জানি মনে হচ্ছিলো হয়ে যাবে। হয়েও গেল।”