তাসকিনের দারুণ হ্যাটট্রিক

দারুণ ইয়র্কারে নুয়ান প্রদিপের স্টাম্প এলোমেলো। ডানা মেলে ছুটলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন তরুণ এই ডানহাতি পেসার।

ক্রীড়া প্রতিবেদকডাম্বুলা থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 01:56 PM
Updated : 28 March 2017, 01:56 PM

রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামে শেষ ওভারের তৃতীয় বল তাসকিন দিলেন অফ স্টাম্পের বাইরে। তুলে মারতে গিয়ে মিড অফে সৌম্য সরকারের হাতে ধরা পড়লেন গুনারত্নে।

এসেই চড়াও হওয়ার মনোভাব নিয়ে আসা সুরঙ্গা লাকমল পেলেন ফুলটস। উড়াতে চাইলেন মিডউইকেট দিয়ে। ঠিকমতো পারলেন না। চমৎকার এক ক্যাচ হাতে জমালেন মুস্তাফিজুর রহমান।

হ্যাটট্রিক বল তাসকিন করলেন ইয়র্কার। নুয়ান প্রদিপের ব্যাট ফাঁকি দিয়ে বল উড়িয়ে দিল বেলস। এক বল বাকি থাকতেই গুটিয়ে দিলেন শ্রীলঙ্কাকে।

সব মিলিয়ে ৪৭ রানে ৪ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সফলতম বোলার। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দেশের বাইরে টানা তিন বলে উইকেট নিলেন তিনি।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব শাহাদাত হোসেনের। ২০০৬ সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরপর তিন বলে উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম এই কৃতিত্ব দেখান। এই তিন জনই হ্যাটট্রিক করেন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলে হান্নান সরকার, মোহাম্মদ আশরাফুল ও এহসানুল হকের উইকেট তুলে নিয়েছিলেন চামিন্দা ভাস।

তাসকিন ওয়ানডেতে করলেন ৪১তম হ্যাটট্রিক। ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর ওয়ানডে ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের জালাল-উদ-দিন।