বড় রানের জন্য উন্মুখ সাব্বির

উইকেটে গিয়ে থিতু হতে বেশি সময় লাগছে না সাব্বির রহমানের। কিন্তু সমস্যা হচ্ছে তার পরেই। ইনিংস খুব একটা বড় করতে পারছেন না। ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান উন্মুখ বড় ইনিংস খেলতে।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 02:25 PM
Updated : 27 March 2017, 03:11 PM

২৯ ইনিংসে সাব্বিরের অর্ধশতক চারটি- ৫৩, ৫৪, ৫৭ আর ৬৫। মাশরাফি বিন মুর্তজা মনে করেন, শ্রীলঙ্কার মাটিতে নিজের প্রথম ওয়ানডে ইনিংসে শতক পেয়ে যেতে পারতেন সাব্বির। কিন্তু গুনারত্নের প্রথম ওভারেই অফ স্টাম্পের বাইরের বাজে বলে উপুল থারাঙ্গাকে ক্যাচ দিয়ে থামেন অর্ধশতক পেরিয়েই। সাব্বিরও বুঝতে পেরেছেন ভুলটা।

“শটটা ভুল ছিল। ওভাবে মারাটা উচিত হয়নি।”

“বড় রান করতে হবে। অনেক দিন হয়ে গেল, বড় ইনিংস হচ্ছে না। হয়তো পরের ম্যাচেই হয়ে যেতে পারে সেটা।”

নিজের ব্যাটিং নিয়ে প্রচুর কাজ করছেন সাব্বির। চন্দিকা হাথুরুসিংহে ও থিলান সামারাবিরার সঙ্গে নিজের ভুল-ত্রুটি নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফল পেতে মরিয়া এই তরুণ।

“ভুলগুলো নিয়ে কাজ করছি। আশা করি, পরের ম্যাচে এই ভুল আর হবে না। ভালো শুরু করতে পারলে ফিনিশ করার চেষ্টা করব।”

আর সবার মতো সাব্বিরও ডাম্বুলাতেই সিরিজ নিশ্চিত করতে চান। তাতে নিজেও রাখতে চান ভূমিকা।

“আশা করি, কালকেই আমার সিরিজ জিততে পারবো। তার জন্য তিন বিভাগে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। আমাদের নিজেদের উড়াড় করে দিতে হবে।”