বাংলাদেশের ব্যাটিং এগিয়ে: জয়াসুরিয়া

শ্রীলঙ্কা হারিয়েছে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, তিলকারত্নে দিলশানদের। অন্য দিকে, বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে আছেন অভিজ্ঞ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাথ জয়াসুরিয়া মনে করছেন, দুই দলের মধ্যে অভিজ্ঞতাই ব্যবধান গড়ে দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 01:30 PM
Updated : 27 March 2017, 03:10 PM

পালা-বদলের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কা খুঁজছে সাঙ্গাকারা-জয়াবর্ধনে-দিলশানদের বিকল্প। রাতারাতি সেটা পাওয়া যাবে না মেনে নিয়েই এগোচ্ছেন জয়াসুরিয়া।

“আমাদের সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর থেকে সাত-আট মাস ধরে আমরা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছি। এখানে কিছুটা উত্থান-পতন থাকবে। বাংলাদেশ ওদের ব্যাটিং অর্ডারে পেয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের।”

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৯০ রানে হারে শ্রীলঙ্কা। হারের জন্য স্বাগতিক ব্যাটসম্যানদেরই দায় দিলেন লঙ্কান গ্রেট।

“পার্থক্য হল আমরা স্কোর বোর্ডে রান জমা করতে পারিনি। আর বাংলাদেশের ক্রিকেটাররা রান পাচ্ছে। আমাদের স্কোর বোর্ডে রান তুলতে হবে। তখন কোনো পার্থক্য থাকবে না। আমাদের ফিল্ডিং ও বোলিংয়েও ভালো করতে হবে।”

“ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশের দলে অনেক ইতিবাচক দিক আছে। বোলিং আর ফিল্ডিং ইউনিট হিসেবেও ওরা ভালো করছে।”

“ওরা ব্যাটিংয়ে ভালো করছে। নিজেদের গেম প্লানের ওপর ওরা প্রচুর কাজ করে। বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান রানে আছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো দলই চাইবে, প্রথম চার ব্যাটসম্যান রান করুক। সেটাই এগিয়ে রেখেছে ওদের।”