মরিয়া শ্রীলঙ্কার কুলাসেকারা-শরণ

ফিটনেস সংশয়ে সুরঙ্গা লাকমলকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে একজনকে নিয়ে সংশয়ে শ্রীলঙ্কা দলে এনেছে দুইজন পেসার। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারাকে। সঙ্গে জায়গা পেয়েছেন নুয়ান প্রদিপ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 01:25 PM
Updated : 27 March 2017, 03:10 PM

গত দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে ধারহীন ও খরুচে বোলিংয়ের পর বাদ পড়েছিলেন কুলাসেকারা। জায়গা পাননি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। কিন্তু লাকমলের চোট আর বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতার কারণেই হয়ত ফেরানো হলো ৩৪ বছর বয়সী এই পেসারকে।

শ্রীলঙ্কার ম্যানেজার অসাঙ্কা গুরুসিনহা জানালেন, বিকল্প বেশি রাখতেই আরও দুজন পেসারকে আনা হয়েছে।

“মূলত লাকমলের ফিটনেস সংশয়ের কারণেই কুলাসেকারা ও প্রদীপকে আমরা দলে এনেছি। লাকমলের ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টাও লেগে যেতে পারে। লাকমল অবশ্য আজকে বেশ ভালো আছে। তবে আমরা দুজন পেসার ডেকেছি যাতে হাতে বিকল্প বেশি থাকে।”

প্রথম ওয়ানডের চেয়ে ডাম্বুলার দ্বিতীয় ম্যাচের উইকেট বেশ আলাদা বলে জানালেন গুরুসিনহা। ম্যানেজার ইঙ্গিত দিলেন একাদশে পরিবর্তনেরও। হয়ত খেলানো হতে পারে বাড়তি পেসার।