প্রয়োজন হলে ‘উইনিং কম্বিনেশন’ ভাঙবে বাংলাদেশ

আগের ম্যাচের একাদশই খেলবে নাকি আসবে পরিবর্তন? এই সিদ্ধান্তে সবসময়ই বড় প্রভাবক আগের ম্যাচের ফল। ম্যাচ জিতলে একাদশ বদলাতে চান না অনেকেই। তবে সেই ধারণায় বিশ্বাস নেই মাশরাফি বিন মুর্তজার। আগের ম্যাচের ফল নয়, বাংলাদেশ অধিনায়কের কছে গুরুত্বপূর্ণ ম্যাচের দিনের বাস্তবতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 12:14 PM
Updated : 27 March 2017, 03:09 PM

জয়ী একাদশ ধরে রাখার প্রবণতা অনেক সময়ই থাকে। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ, তাতে একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে পরিবর্তনের সম্ভাবনা কমই।

মাশরাফি তবু সেটির নিশ্চযতা দিলেন না। দ্বিতীয় ওয়ানডের আগের দিন বললেন, ম্যাচের উইকেট আর পারিপার্শ্বিকতাই বলে দেবে একাদশে পরিবর্তন হবে কি না।

“আমরা শেষ দুই বছরে উইনিং কম্বিনেশন নিয়ে কখনো ভাবিনি। প্রয়োজনে সব সময়ই কম্বিনেশন ভেঙে এসেছি। আগের ম্যাচের কম্বিনেশনই থাকবে কিনা তাই নিশ্চিত নই। কালকের উইকেট হয়ত এক নাও হতে পারে! আমরা সব সময় এটাই বিশ্বাস করে এসেছি। উননিং কম্বিনেশন নিয়ে ভাবছি না।”

মাশরাফি জানালেন দিবা-রাত্রি ম্যাচের দিন সকালে ঠিক করা হবে একাদশ।