এবার সবুজ ঘাসের উইকেট?

প্রথম ওয়ানডের উইকেট ছিল পুরোপুরি ন্যাড়া। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের মঙ্গলবার দ্বিতীয় ম্যাচের উইকেটের ঘাস চোখে পড়লো দূর থেকে।

ক্রীড়া প্রতিবেদক ডাম্বুলা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 10:41 AM
Updated : 27 March 2017, 03:11 PM

সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিশ্চিত করলেন, উইকেটে ঘাস এবার অনেক বেশি।

“পেসাররা সুবিধা পাবে কি না বলা খুব কঠিন। উইকেটের ঘাস পেসারদের কতটা সহায়তা করবে বলা কঠিন। তবে উপমহাদেশে ঘাস থাকলে ওরকমই ঘাস রাখতে হয়। আর এটা পরিষ্কার বোঝাও যাচ্ছে। ওরা দুজন নতুন পেসার নিয়েছে। এক্ষেত্রে উইকেটে ঘাস থাকতেই পারে।”

পেস বোলিংয়ে শক্তি বাড়াতে শ্রীলঙ্কা দলে ফিরিয়েছে দুই পেসার নুয়ান প্রদিপ ও নুয়ান কুলাসেকারাকে।

মাশরাফি মনে করেন, দ্বিতীয় ওয়ানডের উইকেটে ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট সহায়তা থাকবে। 

“এখনও আমার মনে হচ্ছে, ভালো ব্যাটিং উইকেট হবে। কাল বোঝা যাবে, ঘাস কোন অবস্থায় আছে, উইকেট কি অবস্থায় আছে, পানি কতটুকু দিয়েছে। এগুলো আসলে ম্যাচের দিন নিখুঁতভাবে বোঝা যাবে।”

প্রথম ওয়াডেতে উইকেটে পেসারদের জন্য খুব একটা সহায়তা না থাকলেও দারুণ বোলিং করেন মাশরাফি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। একটু সহায়তা পেলে তো অতিথি পেসারদের জন্য নিশ্চয়ই আরও ভালো হবে? 

“বলা খুব কঠিন, এটা নির্ভর করে অনেক কিছুর ওপর। বোলার যারা আছে সবারই আত্মবিশ্বাস ভালো আছে। ভালো যে হবে এটা বলা কঠিন। যে রকমই উইকেট থাকুক, আমার বিশ্বাস আমাদের এই দলের বোলারদের সামর্থ্য আছে উইকেটের সঙ্গে মানিয়ে খেলার। আমরা সেভাবেই প্রস্তুতি নিব।”

প্রথম ওয়ানডেতে তিন পেসার মিলে নিয়েছিলেন লঙ্কানদের ৬ উইকেট।