হঠাৎ ওয়ানডে দলে মিরাজ

আগেই ঘোষণা করা ওয়ানডে দলে হঠাৎ ডাক পড়েছে মেহেদী হাসান মিরাজের।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 08:59 AM
Updated : 23 March 2017, 05:48 PM

প্রথম দুটি ওয়ানডে খেলতে বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় গেছে মাশরাফি বিন মুর্তজার দল। তরুণ অফস্পিনার মিরাজ ঢাকা থেকে এ দিনই দলের সঙ্গে যোগ দেবেন।

মিরাজ ওয়ানডে স্কোয়াডের ১৭ নম্বর সদস্য! দলে আছেন আরও তিন অফ স্পিনিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী।

শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়তো ডাকা হয়েছে মিরাজকে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমার্জিং কাপে খেলার জন্য দেশে ফিরেছিলেন। তার জায়গায় ওই টুর্নামেন্টে খেলবেন নাইম হাসান।

এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন মিরাজ। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে এখনও খেলা হয়নি তার।

ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।