‘আমি শতক করলে জিততাম’

ইনিংসের দ্বিতীয় বলে ক্রিজে এসে সৌম্য সরকারের সঙ্গে গড়েছেন প্রতিরোধ। ফিরে যাওয়ার আগে করেছেন সর্বোচ্চ ৭২ রান। তবুও নিজের ইনিংসে খুশি নন সাব্বির রহমান। সুযোগ পেয়েও তিন অঙ্ক ছুতে না পারার আক্ষেপ তার।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 03:08 PM
Updated : 22 March 2017, 03:54 PM

সাব্বিরের ৬৩ বলের ইনিংসটি গড়া ১১টি চার ও একটি ছক্কায় গড়া।

সৌম্যর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৬ রানের জুটি। ৩৫৫ রানের লক্ষ্য তাড়ায় দলকে এনে দিয়েছিলেন দারুণ ভিত। ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে গণমাধ্যমকর্মীদের বলছিলেন সাব্বির।

“আজকে সুযোগ ছিল ম্যাচটা বের করে আনার, পারিনি। আজকে যেমন ৭২ না করে ১০০ বা ১২০ রান করলে দল ম্যাচটা জিতত। ভবিষ্যতে সুযোগ পেলে চেষ্টা করবো ম্যাচ যেন বের করে আনতে পারি।”

সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির সব সময়ই পছন্দ করেন টপ অর্ডারে ব্যাট করতে। এদিন তিন নম্বরে নেমে নিজের প্রিয় সব শটের পসরা সাজিয়ে বসলেন তিনি। দিন শেষে থাকলো আরও ভালো করতে না পারার আক্ষেপ।

“সব জায়গায় সব সময় চেষ্টা করি ভালো করতে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। আজ যেমন খেলেছি। চেষ্টা করবো এটা ওয়ানডে সিরিজেও ধরে রাখার।”