রুদ্ধদ্বার সভার সুফল দারুণ জয়!

গল টেস্টে বাজেভাবে হারার পর ক্রিকেটাররা অনুভব করেছিলেন আত্মজিজ্ঞাসার। নিজেদের মধ্যে কথা বলেছেন লম্বা সময় ধরে। প্রতিজ্ঞা করেছেন ঘুরে দাঁড়ানোর। সেটির প্রতিফলন পড়েছে পি সারা ওভাল টেস্টে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:50 PM
Updated : 19 March 2017, 04:17 PM

শততম টেস্টে অসাধারণ জয়ের পর ক্রিকেটারদের সেই আলোচনা আর প্রতিজ্ঞার কথা শোনালেন কোচ চন্দিকা হাথুরুসিংহে।

“ছেলেদের জন্য আমি দারুণ খুশি। এই জয়ের জন্য ওরা কঠোর পরিশ্রম করেছে। বিশেষ করে গল টেস্টে হারের পর। নিজেদের মধ্যে রুদ্ধদ্বার সভা করেছে ওরা। তার পর বেরিয়ে এসে বলেছে যে পরের টেস্টে সবকিছু ভিন্নভাবে করবে। সেটিরই ফল এই জয়।”

জয়ের কৃতিত্ব নিজে খুব একটা নিতে চান না বাংলাদেশ কোচ। জানালেন, তিনি শুধু প্রশ্নগুলো তুলে ধরেছেন।

“আমি খুব বেশি কিছু করিনি। ওরাই ঠিক করেছে যে বদলানো দরকার। আমি প্রশ্নগুলো সামনে এনেছি। ড্রেসিং রুমে ঘণ্টাখানেক ধরে আন্তরিক আলোচনা হয়েছে তাদের। ইতিবাচক হলো, আমরা ওদের দেখেছি পাঁচ দিন ধরেই প্রাণচাঞ্চল্য ধরে রাখতে। উন্নতির জায়গা এখনও আছে। তবে এই ম্যাচে শরীরী ভাষা ও প্রচেষ্টায় বড় পরিবর্তন দেখা গেছে।”