‘উইকেটে ভীতিকর কিছু নেই’
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2017 10:08 PM BdST Updated: 18 Mar 2017 10:08 PM BdST
দ্বিতীয় দিনের খেলা শেষে দিনেশ চান্দিমাল বলেছিলেন, অন্তত সাড়ে তিনশ রানের লক্ষ্য দিতে চান। চতুর্থ দিনের খেলা শেষে দিমুথ করুনারত্নে যা বললেন, তাতে লিড দুইশ হলে বর্তে যাবেন তারা। উদ্বোধনী এই ব্যাটসম্যানের বিশ্বাস, পঞ্চম দিনের উইকেটও ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।
কলম্বোর পি সারা ওভালে শনিবার চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। উইকেটে আছেন দিলরুয়ান পেরেরা ও সুরঙ্গা লাকমল। স্বাগতিকরা এগিয়ে ১৩৯ রানে।
“যদি দুইশ রানের পুঁজি পাই তাহলে খুব ভালো হবে। তবে টেলএন্ডারদের বলতে পারি না, তোমরা দুইশ ছাড়ানো লিড এনে দাও। যদি কোনোভাবে পেয়ে যাই তাহলে খুব ভালো লাগবে। আমরা ১৪০ রানের কাছে লিড নিয়েছি। যদি দুইশর কাছাকাছি বা তার বেশি করতে পারি তাহলে খুব ভালো হবে। তা না হলে আমাদের উইকেট নিতে হবে।”
এরই মধ্যে নবম উইকেটে ৩০ রানের জুটি গড়েছেন পেরেরা ও লাকমল। দুই ব্যাটসম্যানকে পঞ্চম দিন কিভাবে খেলতে হবে তার পরামর্শও দিয়েছেন পঞ্চম টেস্ট শতক তুলে নেওয়া করুনারত্নে, “আমাদের ইতিবাচক থাকতে হবে। স্ট্রাইক বদল করে খেলতে হবে।”
চতুর্থ দিন স্পিনে স্বাগতিকদের ভুগিয়েছেন সাকিব আল হাসান। এতে উইকেটের কোনো অবদান দেখেন না করুনারত্নে। কৃতিত্ব দিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
“খুব যে টার্ন করেছে তা নয়। সাকিব খুব ভালো করেছে। তার বিপক্ষে ব্যাট করাটা সহজ নয়। আমার মনে হয়, পঞ্চম দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।”
আগের দিন সাকিব বলেছিলেন, উইকেটে থিতু হলে রান পাওয়া সহজ। তার আগ পর্যন্ত প্রতিটি রানই সংগ্রাম করে নিতে হবে। প্রায় একই সুর করুনারত্নের কণ্ঠে।
“ব্যাটসম্যানের একটু সময় লাগে থিতু হতে। এই জন্য শুরুতে সুযোগ তৈরি হয়। দিলরুয়ান ও সুরঙ্গা যেভাবে ব্যাট করেছে সেটাই প্রমাণ করে এই উইকেটে ভীতিকর কিছু নেই। পেসাররা কিছুটা রিভার্স সুইং পাচ্ছে। তবে আমি বলবো, এটা এখনো ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট।”
শেষ বাক্যটা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্বপ্নটাকে আরেকটু উজ্জ্বল করবে।
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
-
ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
-
বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে কুসল মেন্ডিস
-
মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
সর্বাধিক পঠিত
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- মুশফিক-লিটনের সেঞ্চুরি, ধ্বংসস্তুপে দাঁড়িয়ে রেকর্ড জুটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ