‘বাংলাদেশের কাছে হার হবে খুব বিব্রতকর’
ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2017 09:25 PM BdST Updated: 18 Mar 2017 09:29 PM BdST
এক সময়ে টেস্টে বাংলাদেশকে বলে-কয়ে হারাতো শ্রীলঙ্কা। একবার নয়জনকে বিশ্রাম দিয়ে প্রায় নতুন চেহারার দল নিয়েও জিতেছে বিশাল ব্যবধানে। সেই দলের কাছে এবার দেশের মাটিতে লঙ্কানদের হারের শঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে জানিয়েছেন, এই হার তাদের জন্য হবে খুব বিব্রতকর।
Related Stories
বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। আগের ১৭ টেস্টের ১৫টিতেই জিতেছে তারা। দুটি ম্যাচ হয়েছে ড্র।
মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে নিজেদের শততম টেস্টে পি সারা ওভালে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই মাঠে নিজেদের আগের তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। এখানে অতিথিদের কাছে হারতে হবে মানতেই পারছেন না করুনারত্নে।
“শ্রীলঙ্কায় আমরা নিজেদের শেষ ছয় টেস্টে জিতেছি। বাংলাদেশের কাছে টেস্টে কখনও হারিনি। এটা হবে খুব বিব্রতকর। আমরা ভুল করেছি, আমাদের তা পুষিয়ে দিতে হবে। আমরা এই ব্যাপারে সতর্ক আছি। কাল ম্যাচ বাঁচাতে আমরা সর্বশক্তি দিয়ে লড়বো।
গল টেস্ট জিতে ১-০ ব্যবধানে দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা শ্রীলঙ্কা কলম্বোয় টস জিতে ব্যাটিং নেয়। প্রথম দিন সকালের সেশনে ৭০ রান তুলতে চার উইকেট হারিয়ে ফেলে। সেই চাপ থেকে আর বেরুতে পারেনি তারা। করুনারত্নে তার দায় দিলেন ব্যাটসম্যানদের।
“আমরা টস জিতে ওদের চাপে ফেলার কথা ভেবেছিলাম। উইকেটে খুব বেশি কিছু ছিল না।”
চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান; এগিয়ে আছে ১৩৯ রানে।
“আমরা যত বেশি সম্ভব রান সংগ্রহ করতে চাই। (ডিফেন্ড করার সময়) ওদের উদ্বোধনী জুটি হবে গুরুত্বপূর্ণ। ওরা সিরিজে অনেক রান করেছে। তাদের দ্রুত ফেরাতে পারলে বাংলাদেশ দলকে চাপে ফেলতে পারবো।”
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার