উইকেট পেতে ধৈর্য ধরতে হবে: সাকিব

প্রথম দিন ৭, দ্বিতীয় দিন ৮, তৃতীয় দিন পড়েছে ৫ উইকেট। স্কোর কার্ড বলছে পি সারা ওভালের উইকেট ব্যাটিং সহায়ক। সাকিব আল হাসান মনে করছেন, পিচে স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা আছে। উইকেট পেতে হলে তাদের ধৈর্য ধরতে হবে।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 02:48 PM
Updated : 17 March 2017, 02:50 PM

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৭ রান। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে বিনা উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৫৪ রান। 

দলের প্রতিনিধি হয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে আসা সাকিব জানান, সময় নিয়ে উইকেটে থিতু হলে রান করা সহজ। আবার স্পিনারদের যথেষ্ট টার্ন থাকায় কঠিনও।

“আমার মনে হয়, উইকেটে যথেষ্ট সহায়তা আছে। আমাদের খুব ভালো জায়গায় বল করতে হবে। আমি বলবো না যে, উইকেট খুব বাজে অবস্থায় আছে। খুব যে ভালো আছে তাও না। যথেষ্ট সহায়তা আছে কিন্তু সেটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং অনেক ভালো বোলিং করতে হবে।”

দ্বিতীয় দিনের খেলা শেষে দিনেশ চান্দিমাল বলেছিলেন, চতুর্থ ইনিংসে বাংলাদেশকে অন্তত ৩৫০ রানের লক্ষ্য দিতে চান তারা। এখনও ৭৫ রানে পিছিয়ে থাকা দলটির সামনে কাজটা সহজ নয়। নিরাপদ স্কোর গড়ার সঙ্গে প্রতিপক্ষকে অলআউট করার জন্য যথেষ্ট ওভার রাখতে ঘাম ঝরাতে হবে স্বাগতিকদের।