হার না মানা স্মিথ, দুর্দান্ত জাদেজা

প্রথম সেঞ্চুরি করেই বিদায় নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। জুটিতে সঙ্গ দিয়ে ফিরেছেন ম্যাথু ওয়েড ও স্টিভেন ও’কিফ। কিন্তু হার মানেননি স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক শেষ পর্যন্ত থেমেছেন দল থেমে যাওয়ায়। অস্ট্রেলিয়াকে থামিয়েছেন রবিন্দ্র জাদেজা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 09:15 AM
Updated : 17 March 2017, 09:15 AM

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন জাদেজা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছে ৪৫১ রান।

দ্বিতীয় দিনে সতীর্থদের আসা-যাওয়াতেও স্মিথ ছিলেন অবিচল। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৭৮ রানে।

দিন শুরু হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে। ৮২ রানে দিন শুরু করা ব্যাটসম্যানকে একটু ভোগাচ্ছিলেন জাদেজা। তবে সেঞ্চুরি ঠিকই পেয়ে যান। মাইলফলকের পর ম্যাক্সওয়েল ও সঙ্গী স্মিথের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল নিজের জন্য, দলের জন্য এই ইনিংস ছিল কতটা।

তবে সেঞ্চুরির পরই ম্যাক্সওয়েল কাটা পড়েন জাদেজার স্পিনে, ১০৪ রানে। সকালে ২০ বলে তখনও কোনো রান দেননি জাদেজা!

ওয়েড এসে স্মিথের সঙ্গে গড়েন ৬৪ রানের জুটি। বাধা হয়ে দাঁড়ান সেই জাদেজা। এক ওভারেই ফেরান ওয়েড ও দলে ফেরা প্যাট কামিন্সকে।

অষ্টম উইকেটে ও’কিফকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন স্মিথ। দুজনে তোলেন ৫১ রান।

উমেশ যাদবকে পুল করতে গিয়ে ও’কিফের বিদায়ে ভাঙে এই জুটি। পরের ওভারেই লায়নকে ফিরিয়ে জাদেজা ধরেন পঞ্চম শিকার। অস্ট্রেলিয়া শেষ ৩ উইকেট হারায় ৬ রানে।

তবে হারেননি স্মিথ। অপরাজিত ছিলেন ৩৬১ বলে ১৭৮ রানে। ভারতের মাটিতে কোনো অস্ট্রেলিয়ান অধিনায়কের সর্বোচ্চ রান এটিই।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩৭.৩ ওভারে ৪৫১ (আগের দিন ২৯৯/৪) (স্মিথ ১৭৮*, ম্যাক্সওয়েল ১০২, ওয়েড ৩৭, কামিন্স ০, ও’কিফ ২৫, লায়ন ১, হেইজেলউড ০*; ইশান্ত ০/৭০, উমেশ ৩/১০৬, অশ্বিন ১/১১৪, জাদেজা ৫/১২৪, বিজয় ০/১৭)।