প্রস্তুতি সারলেন মাশরাফি, জেতালেন নাসির

বোলিং শুরু করেছেন বেশ কদিন আগে, তবে ব্যাট হাতে নেওয়া হচ্ছিলো না। সেটি নিয়ে মনের ভেতর একটি ছিল খচখচ। প্রস্তুতি ম্যাচে দুটিই ঝালিয়ে নিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে হেরেছে তার দল। দারুণ ব্যাটিংয়ে মাশরাফির সবুজ দলকে ৪ উইকেটে হারিয়েছে লাল দলের অধিনায়ক নাসির হোসেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 03:16 PM
Updated : 16 March 2017, 03:16 PM

ইমার্জিং টিমস এশিয়া কাপের আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথমটিতে বৃহস্পতিবার খেলেছেন মাশরাফিসহ শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে থাকা আরও দুই ক্রিকেটার। চোট কাটিয়ে ফেরা মাশরাফি নিজেই ম্যাচটি খেলতে চেয়েছিলেন প্রস্তুতির জন্য।

আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ঘণ্টাখানেক সময় উইকেটে কাটিয়েছেন মাশরাফি। ৩১ বলে করেছেন ১৯।

মাশরাফি ঘণ্টাখানেক খেলেছেন যেহেতু, দলের ব্যাটিংয়ের অবস্থা সহজে অনুমেয়। ১১ রানেই ৩ উইকেট হারিয়েছিল সবুজ দল, ৬৬ রানে ৫টি।

মেহেদি মারুফ ফিরেছেন ১ রানে, জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়ও সমান। এবার প্রথম শ্রেণিতে রেকর্ড রান করা তুষার ইমরান খুলতে পারেননি খাতাই।

ঢাকার প্রথম বিভাগে ডাবল সেঞ্চুরি করে আলোচিত আজমির আহমেদ ২৯ করেছেন ৫৪ বলে। মিডল অর্ডারে উল্টো রথে তরুণ সালমান হোসেন, ২৪ বলে ২৫!

সবুজ দলকে টেনেছেন জাকির হাসান। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান খেলেছেন ৫৭ রানের ইনিংস। মাশরাফি তাকে দিয়েছেন সঙ্গ।

শেষ জুটিতে দারুণ খেলেছেন দুই বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস ও নাঈম ইসলাম জুনিয়র। শেষ উইকেটে তুলেছেন ৫৫ রান!

২১২ রান তাড়ায় রান দলকে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও আফিফ হোসেন। অনূর্ধ্ব-১৯ দলের দুই ব্যাটসম্যান ১০ ওভারেই গড়েন ৭০ রানের জুটি।

২৮ বলে ২৭ করে ফেরেন আফিফ। ৭ চার ও ২ ছক্কায় ৬৬ বলে ৬২ সাইফ। মাঝে দ্রুত কিছু উইকেট হারায় তারা। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজের দলে থাকা নুরুল হাসান ফেরেন ৪ রানে। সেখান থেকে দলকে টেনে নেন নাসির।

অপরাজিত ৫২ রানের ইনিংসে দলকে জিতিয়ে ফেরেন জাতীয় দলে জায়গা হারানো অলরাউন্ডার। শুরুতে নিয়েছিলেন একটি উইকেটও।

একটি উইকেট নেওয়ার পর নাসিরের দলের হয়ে ১৪ বলে অপরাজিত ২৪ করেছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া সানজামুল ইসলাম।

বল হাতে মাশরাফির অস্বস্তিটা শুরুতে বোঝা গেছে স্পষ্ট। ওয়াইড-নো করেছেন কয়েকটি। তবে পরের স্পেলে গুছিয়ে নিয়েছেন।

ইমার্জিং কাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি শনিবার। ওই দিনই শ্রীলঙ্কায় যা্ওয়ার কথা মাশরাফি-সানজামুলদের।

সংক্ষিপ্ত স্কোর:

সবুজ দল: ৪৭.১ ওভারে ২১১ (মারুফ ১, আজমির ২৯, এনামুল ১, তুষার ০, সালমান ২৫, জাকির ৫৭, তানবির ৯, মাশরাফি ১৯, সাইফুদ্দিন ৯, রাহাতুল ১৯*, নাঈম জুনিয়র ৩৩; শফিউল ১/২১, আবু হায়দার ২/৪০, সানজামুল ১/২৮, আবুল হাসান ২/৪২, আরাফাত ০/১৯, নাসুম ১/২৩, নাসির ১/২০, মেহেদি ২/১৫)।

লাল দল: ৩৭.৩ ওভারে ২১৪/৬ (সাইফ ৬২, আফিফ ২৭, শান্ত ০, মেহেদি ৭, নাসির ৫২*, নুরুল ৪, ইয়াসির ১৪, সানজামুল ২৪*; এবাদত ২/৪৬, মাশরাফি ০/৪৯, সাইফুদ্দিন ১/২৫, নাঈম জুনিয়র ০/১৫, খালেদ ২/২৬, রাহাতুল ০/৯, অনিক ১/৩১, তানবির ০/৬, তুষার ০/১৪)।

ফল: লাল দল ৪ উইকেটে জয়ী