নিকোলসের সেঞ্চুরির পর দুমিনি-চমক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2017 02:21 PM BdST Updated: 16 Mar 2017 02:21 PM BdST
-
ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট
মিডল অর্ডারে নেই রস টেইলরের ভরসা, নতুন বলে নেই ট্রেন্ট বোল্ট। ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস হার। ম্যাচের শুরুতেই নেই টপ অর্ডারের তিন উইকেট। তার পরও দিন শেষে এগিয়ে নিউ জিল্যান্ড।
মাস দুয়েক আগে প্রথম টেস্ট সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছিলেন হেনরি নিকোলস। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে ৯৮ রানে বোল্ড হয়েছিলেন মেহেদী হামান মিরাজের বাইরের বল স্টাম্পে টেনে এনে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলকে উদ্ধার করলেন দারুণ এক সেঞ্চুরিতে।
শুরুর বিপর্যয়ের পর নিকোলসের সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ২৬৮ রান তুলেছে নিউ জিল্যান্ড। সবুজাভ উইকেটে সবাইকে চমকে দিয়ে ৪ উইকেট নিয়েছেন অনিয়মিত স্পিনার জেপি দুমিনি!
শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে ফিরিয়ে দিনটি নিজেদের করে নেন দুই কিউই পেসার। ২ উইকেটে ২৪ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
সকালে নতুন বলে কিউইদের কাঁপিয়ে দেন মর্নে মর্কেল ও কাগিসো রাবাদা। টম ল্যাথামকে ফিরিয়ে শুরু করেন মর্কেল। রান দেওয়ার আগেই রাবাদা ফেরান আগের টেস্টের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন ও অভিষিক্ত নিল ব্রুমকে।
১৫ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৮ হাজার রান করার পর অভিষেক ব্রুমের। ৪ বলে শূন্য রানে তাকে ফিরিয়ে দিনটি বিস্বাদ করে দিলেন রাবাদা। নিউ জিলান্ড তখন ৩ উইকেটে ২১।
নিকোলসের প্রতিরোধ শুরু সেখান থেকেই। জিত রাভাল ও জিমি নিশাম ফিরেছেন খানিকটা সঙ্গ দিয়ে। দুজনকেই ফেরান বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। কিউইরা ৫ উইকেট হারিয়েছে একশ পেরিয়েই। এরপরই দলকে টেনে তোলা জুটি।
ষষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিংয়ের সঙ্গে নিকোলসের জুটি ১১৬ রানের। দুজনের ধরন যদিও ছিল ভিন্ন। নিকোলস খেলেছেন শট, ওয়াটলিং ছিলেন উইকেট আঁকড়ে। ১৫০ বলে নিকোলস স্পর্শ করেছেন শতক। ১৩ টেস্টে প্রথম!
দৃশ্যপটে আগমন দুমিনির। এই অফ স্পিনারের ওপর বল একটু বেরিয়ে খেলতে গিয়ে ইয়র্কার বানিয়ে বোল্ড নিকোলস। ১১৮ রানে ফিরলেন গ্যালারিতে তুমুল করতালির মধ্যে।
সেটি কেবলই শুরু। নিজের পরের দুই ওভারে দুমিনির শিকার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওয়াটলিং। আবার ধস। দুটি করে চার ও ছক্কায় টিম সাউদির ২৭ রানের ইনিংসে নিউ জিল্যান্ড আড়াইশ ছাড়ায়। ইনিংসের শেষটাও সেই দুমিনির হাতে। ৪৭ রানে ৪ উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং!
শেষ বিকেলটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। দুই উইকেট দিনের লড়াইয়েও এগিয়ে গেল নিউ জিল্যান্ড। আগের টেস্টে বাধার দেয়াল ডিন এলগার এবার শেষ ৯ রানেই।
তবে দক্ষিণ আফ্রিকাও নিশ্চয়ই ছাড়বে না সহজে! দ্বিতীয় দিনেও তাই লড়াই হতে পারে জমজমাট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৭৯.৩ ওভারে ২৬৮ (রাভাল ৩৬, ল্যাথাম ৮, উইলিয়ামসন ২, ব্রুম ০, নিকোলস ১১৮, নিশাম ১৫, ওয়াটলিং ৩৪, ডি গ্র্যান্ডহোম ৪, সাউদি ২৭, প্যাটেল ১৭*, ওয়াগনার ২; মর্কেল ২/৮২, ফিল্যান্ডার ০/২৯, রাবাদা ২/৫৯, দুমিনি ৪/৪৭, মহারাজ ২/৪৭)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭ ওভারে ২৪/২ (কুক ৩, এলগার ৯, রাবাদা ৮*, আমলা ০*; সাউদি ১/১৮, ডি গ্র্যান্ডহোম ১/২)
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো