লঙ্কাকে ৩০০ রানের নিচে থামাতে চায় বাংলাদেশ

কলম্বো টেস্টে বাধা হয়ে টিকে আছেন দিনেশ চান্দিমাল। সঙ্গী রঙ্গনা হেরাথও ব্যাটিং করতে পারেন। শ্রীলঙ্কা দলের লক্ষ্য আপাতত তিনশ রান। বাংলাদেশ তাদের থামাতে চায় তার আগেই।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 03:27 PM
Updated : 15 March 2017, 03:44 PM

পি সারা ওভালে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩৮ রান। চান্দিমাল ৮৬ ও হেরাথ ১৮ রানে অপরাজিত।

বুধবারের খেলা শেষ বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির রহমান জানান, দ্বিতীয় সকালের প্রথম ঘণ্টায় স্বাগতিকদের গুটিয়ে দিতে চান তারা।

“যতো দ্রুত ওদের অলআউট করতে পারি তত ভালো। এক ঘণ্টার মধ্যে যদি আউট করতে পারি তাহলে তিনশ রানের আগেই ওদের থামাতে পারবো। আমরা ভালো জায়গায় বোলিং করেছি, এতে ওরা চাপে পড়েছে। কালও সেটাই করতে চাইব।”

এরই মধ্যে জমে গেছে চান্দিমাল-হেরাথ জুটি। নতুন বলে দিনের শেষ বেলায় এই জুটি ভাঙতে চেয়েছিল বাংলাদেশ। আলোকস্বল্পতার জন্য সেই লক্ষ্য পূরণ হয়নি। কাল তাদের দ্রুত ফেরাতে প্রত্যয়ী অতিথিরা।

“আমরা ওদের আজ অলআউট করতে পারিনি, তবে কাল পারবো। সে রকম বিশ্বাস আমাদের রয়েছে।”