‘বাংলাদেশের উৎসব মাটি করতে চাইব’

বোলারদের অনুশীলন ছিল না, ব্যাটিং করেছেন দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিসরা। পরের দিন ম্যাচ বলে সংবাদ সম্মেলনের জন্য আসতে হল রঙ্গনা হেরাথকে। অধিনায়ক জানালেন, বাংলাদেশের উৎসব মাটি করতে সম্ভাব্য সব কিছু করবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক কলম্বো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 02:06 PM
Updated : 14 March 2017, 03:51 PM

মাঠে এসেই সরাসরি উইকেট দেখতে চলে যান বাঁহাতি স্পিনার হেরাথ। সংবাদ সম্মেলন শুরু হতে আরও খানিকটা দেরি। দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন সাংবাদিকদের সঙ্গে। এমন সময় ঝপ করে নামলো বৃষ্টি। অস্ফুটে বলে উঠলেন, এমন হলে কিভাবে হবে।

সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাংলাদেশের শততম টেস্ট নিয়ে নিজের ভাবনার কথা জানান হেরাথ।

“এটা ওদের জন্য অনেক বড় একটি ব্যাপার। ঐতিহাসিক ম্যাচ। আমরা অবশ্যই চাইবো ওদের উৎসব মাটি করতে। কাজটা মোটেও সহজ হবে না। ওদের দলে দারুণ কিছু ক্রিকেটার আছে। গলে হারের পর ওরাও নিশ্চয়ই এখানে ঘুরে দাঁড়াতে চাইবে।”

পি সারা ওভালে বাংলাদেশের রেকর্ড কতটা বিব্রতকর খুব ভালো করে করেই জানা আছে হেরাথের। তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। 

“এটা হবে সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। শেষ ম্যাচ এখানে ওরা খেলেছে ১০ বছর আগে। এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ওদের ক্রিকেট এই সময়ে অনেক দূর এগিয়েছে। ওরা নিশ্চয়ই তার ছাপ মাঠে রাখতে চাইবে।”