দেশে ফিরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

একটু আগেই দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলছিলেন, শততম টেস্টের জন্য নীল স্ট্রাইপের ব্লেজার পছন্দ করেছেন মাহমুদউল্লাহ, তামিম ইকবালরা। খানিক পরই সাবেক এই অধিনায়ক জানালেন, সেই ম্যাচে খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। দেশে ফিরে যাচ্ছেন হঠাৎ বাজে সময়ে পড়ে যাওয়া এই ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদক গল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 07:18 AM
Updated : 13 March 2017, 03:57 PM

পি সারা ওভালে সোমবার দলের সঙ্গে এলেও অনুশীলন করেননি মাহমুদউল্লাহ। মাহমুদ লম্বা সময় ধরে কথা বলেন তার সঙ্গে। পরে সেই যে ড্রেসিং রুমে ঢুকেন মাহমুদউল্লাহ আর মাঠে ফিরেননি। স্থানীয় সময় বেলা ১২টার দিকে মাইক্রোবাসে করে হোটেলে ফিরে যান।

দলের ম্যানেজার মাহমুদ জানান, যেহেতু টেস্টে খেলছে না তাই মঙ্গলবার দেশে ফেরত পাঠানো হচ্ছে মাহমুদউল্লাহকে।

ব্যাটে-বলে দারুণ পারফর‌ম্যান্সে বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মাহমুদউল্লাহ। এই অলরাউন্ডার হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন নিউ জিল্যান্ডে গিয়ে। ওয়ানডেতে করেছিলেন ০, ১ ও ৩ রান। টি-টোয়েন্টিতে অর্ধশতক দিয়ে শুরু করে শেষ দুই ম্যাচে বিদায় হন আশা জাগিয়ে।

টেস্টে তার সময়টা কাটছিল খুব বাজে। শেষ ১৩ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ পার হতে পেরেছেন তিনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করা মাহমুদউল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ফিরেন ৮ ও শূন্য রানে।