শেষ দিনের রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে

আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা ছিল ৮০ শতাংশ। শঙ্কাটাই সত্যি হলো। বৃষ্টিতে একটি বলও গড়ায়নি ডানেডিন টেস্টের শেষ দিনে। ড্র হলো নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 05:57 AM
Updated : 12 March 2017, 05:57 AM

শেষ দিনের আগে ম্যাচ দাঁড়িয়েছিল রোমাঞ্চকর মোড়ে। ৪ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ১৯১ রানে এগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিনে সম্ভব ছিল তিনটি ফলই। ড্র হলো, কিন্তু খেলা হলো না। টানা বৃষ্টিতে স্থানীয় সময় দুপুর পৌনে দুইটায় ম্যাচের ইতি ঘোষণা করেন আম্পায়াররা।

পাঁচ বছর আগেও এই মাঠে এই দুই দলের ম্যাচের হয়েছিল ঠিক একই পরিণতি। শেষ দিনে সম্ভব ছিল সব ফলই। ৮ উইকেট হাতে নিয়ে ২৬৪ রান দরকার ছিল নিউ জিল্যান্ডের। কিন্তু একটি বলও হতে পারেনি শেষ দিনে।

দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে বৃহস্পতিবার থেকে। এই ম্যাচেই চোট পাওয়া রস টেইলরকে পরের টেস্টে পাচ্ছে না নিউ জিল্যান্ড। শঙ্কা আছে ট্রেন্ট বোল্টকে নিয়েও।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৪১          

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২২৪/৬

ফল: ম্যাচ ড্র

সিরিজ: ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শেষে ০-০

ম্যান অব দা ম্যাচ: ডিন এলগার