‘হেরাথ চ্যাম্পিয়ন বোলার’

তাকে বড় হুমকি মেনেই শ্রীলঙ্কায় গিয়েছিল বাংলাদেশ দল। তাকে সামলানো নিয়ে আলোচনা, অ্যানালিস্টের গবেষণায় কাঁটাছেড়া নিশ্চয়ই হয়েছে বিস্তর। তার পরও শেষ দিনের ভাগ্য গড়ে দিলেন সেই রঙ্গনা হেরাথই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 10:56 AM
Updated : 11 March 2017, 12:01 PM

গল টেস্টের শেষ দিনে ৬ উইকেট নিয়েছেন হেরাথ। গড়েছেন বাঁহাতি স্পিনে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। ২৯ বার পাঁচ উইকেটে ছুঁয়েছেন গ্লেন ম্যাকগ্রাকে। সবচেয়ে বেশি বার পাঁচ উইকেট নেওয়াদের তালিকায় ঢুকেছেন সেরা পাঁচে।

অনুমিত শত্রুর হাতেই শেষ হওয়ার আক্ষেপ আছে। তবে দারুণ অর্জনের প্রশংসা করার মানসিকতা শেষ হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই হেরাথকে এক দফা অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। পরে সংবদ সম্মেলনে ভাসালের স্তুতির জোয়ারে।

“সে চ্যাম্পিয়ন বোলার। আমরা জানতাম যে, হেরাথই আমাদের অন্যতম বড় হুমকি হবে। বাঁহাতি বোলার হিসেবে দারুণ কীর্তি গড়ায় তাকে অভিনন্দন। আশা করি, শ্রীলঙ্কার হয়ে সে আরও অনেক দিন ভালো খেলবে।”

আরও ভালো খেললে তো বাংলাদেশেরই বিপদ। পরের টেস্টেই যে আবার খেলতে হবে হেরাথকে।

হেরাথকে এড়ানোর উপায় নেই। বাংলাদেশ অধিনায়কের তাই আশা, পরের টেস্টে আরও ভালো খেলা।

“আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। উইকেট খেলতে না পারার মত ছিল না। আমাদের মনে হচ্ছে, টেস্টে আমাদের আরো বেশ কয়েকটি জায়গায় ভালো করার সুযোগ আছে। যদিও আমাদের হাতে সময় কম, তারপরও আমরা চেষ্টা করবো ভুলগুলো শুধরে পরের টেস্ট জিতে সিরিজে ফিরতে।”

আপাতত এটিই চাওয়ার আছে। সিরিজ জয়ের স্বপ্ন শেষ। সমতা ফেরানোও মনে হচ্ছে প্রায় অসম্ভব। তার পরও আশাতেই বেসাতি!