তিন ঘণ্টাতেই সব শেষ

শর্ট লেগের ফিল্ডার চোখ সরিয়ে নেওয়ায় দিনের প্রথম বলে কোনোমতে বেঁচে গেলেন সৌম্য সরকার। আসেলা গুনারত্নের দ্বিতীয় বল ব্যাটের বাইরের কানা ফাঁকি দিয়ে বেলস উড়িয়ে দিল। ফিরে গেলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। দিক হারালো বাংলাদেশ।

অনীক মিশকাতঅনীক মিশকাতগল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 08:41 AM
Updated : 11 March 2017, 12:01 PM

সেই যে শুরু, আর পথে ফেরা হলো না মুশফিকুর রহিমের দলের। প্রথম ঘণ্টায় পাঁচ উইকেট হারানো দলকে আশা দেখানো অধিনায়ক নিজেও দ্বিতীয় সেশনের শুরুতে ফিরেন বাজে এক শটে। পুরো ১০ উইকেট হাতে নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করা তার দল টিকল মাত্র ৪৫.২ ওভার, সময়ের হিসেবে তিন ঘণ্টা পাঁচ মিনিট!

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ থেমে গেল ১৯৭ রানে। গল টেস্টে হারের ব্যবধান ২৫৯ রান।

বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ড্যানিয়েল ভেটোরিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ৫৯ রানে ৬ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।

প্রথম ইনিংসে যেভাবে দিলরুয়ান পেরেরার বলে আউট হয়েছিলেন মুমিনুল হক এবারও ফিরেন ঠিক সেভাবেই। সামনে গিয়ে খেলার বল সামলাতে গেলেন পিছিয়ে গিয়ে। ব্যাটের কানা ফাঁকি দিয়ে লাগল প্যাডে। এলবিডব্লিউ হওয়ার পর নিলেন রিভিউ, তাতে পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত।

টিকে থাকার মানসিকতা নিয়ে নামা সাকিবের ইনিংস স্থায়ী হয়েছে মোটে ১২ বল। হেরাথের বলে লেগ স্লিপে ক্যাচ দেন বাঁহাতি অলরাউন্ডার। আবারও ব্যর্থ মাহমুদউল্লাহ। এবার এই মিডলঅর্ডার ব্যাটসম্যান টিকেছেন মাত্র দুই বল।

প্রথম ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সামনে তখন লাঞ্চের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা। মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে হলো প্রতিরোধ, দেখা গেল টিকে থাকা খুব কঠিন নয়।

প্রথম সেশনে দলকে পথ দেখানো অধিনায়ক মেজাজ হারালেন দ্বিতীয় সেশনের শুরুতেই। চায়নাম্যান লাকশান সান্দকানের লেগ দিয়ে আরও বের হয়ে যাওয়া বল তাড়া করে ফিরলেন মুশফিক। শেষ হয়ে গেল ম্যাচ বাঁচানোর ক্ষীণ আশাটুকু।

খানিক পরেই অধিনায়ককে অনুসরণ করলেন লিটন দাস। এরপর লড়লেন কেবল মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়েই দারুণ জয় তুলে নিল শ্রীলঙ্কা। পাঁচ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় সেশনে মোটে ৫০ মিনিট টিকে বাংলাদেশের ইনিংস।

সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রঙ্গনা হেরাথ। ১৩১ রানে ম্যাচে ৯ উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

প্রথম ইনিংসে ১৯৪ রানের দারুণ ইনিংস খেলা কুসল মেন্ডিস জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯৪

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১২

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৭৪/৬ ইনিংস ঘোষণা

বাংলাদেশ ২য় ইনিংস: ৬০.২ ওভারে ১৯৭ (তামিম ১৯, সৌম্য ৫৩, মুমিনুল ৫, মুশফিক ৩৪, মাহমুদউল্লাহ ০, লিটন ৩৫, মিরাজ ২৮, তাসকিন ৫, মুস্তাফিজুর ০, শুভাশীষ ০; লাকমল ০/১২, পেরেরা ২/৬৬, হেরাথ ৬/৫৯, গুনারত্নে ১/১৬, সান্দাকান ১/২৯, কুমারা ০/১০)

ফল: শ্রীলঙ্কা ২৫৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: কুসল মেন্ডিস