‘তামিম, সৌম্যর খেলায় পরিবর্তন দরকার নেই’

তৃতীয় দিন বাজে এক শটে সম্ভাবনাময় ইনিংসের ইতি টানা সৌম্য সরকার বলেছিলেন, আবার সুযোগ পেলে টেস্টে প্রথম শতক ছোঁয়ার আগে থামবেন না। দ্বিতীয় ইনিংসেই এসেছে সুযোগ, ওয়ানডে মেজাজে খেলা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে নিজের মতো করেই খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক গল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 03:25 PM
Updated : 10 March 2017, 04:40 PM

নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৭ উইকেট নিয়ে শেষ দিন কাটিয়ে দিতে হতো বাংলাদেশের। সেবার দুই সেশনেই গুটিয়ে গিয়েছিল দল। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, কেবল ডিফেন্স করে ড্র করা সম্ভব নয়।

সেটা যে করা যায় তার উদাহরণ কম নয়। ওই পরিকল্পনা নিয়ে এক প্রান্তে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ব্যাট করছেন তামিম ইকবাল। ভালো বল কাটিয়ে দিচ্ছেন, অপেক্ষা করছেন বাজে বলের জন্য। কোনো বোলারকে লক্ষ্য করে চড়াও হওয়ার প্রবণতা দেখা যায়নি তার মধ্যে। ৪৪ বলে অপরাজিত ১৩ রানে।

তামিমের উল্টো মেজাজে ব্যাট করছেন সৌম্য। পাল্টা আক্রমণে থিতু হতে দিচ্ছেন না লঙ্কান বোলারদের। ৪৭ বলে ব্যাট করছেন ৫৩ রানে।

দুই ব্যাটসম্যানই নিজেদের পুরোপুরি গুটিয়ে নিলে প্রতিপক্ষ আরও চেপে ধরতে পারে। তাই ঝুঁকি না নিয়ে বাজে বলগুলো কাজে লাগিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর পরিকল্পনায় অটল থাকার পরামর্শ সাকিবের।

“দুই জন যেভাবে খেলছে আমার মনে হয়, ওদের খেলার পরিবর্তন আনার দরকার নেই। বল অনুযায়ী খেলবে, এটাই স্বাভাবিক। যার যার গেইম প্লান যার যার মতো বাস্তবায়ন করার চেষ্টা করবে।”

গল টেস্টের তৃতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে ৮০ রান যোগ করতে সৌম্য সরকার, সাকিব, মাহমুদউল্লাহ ও লিটন দাসের উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সাকিব এবার চান উইকেটশূন্য প্রথম সেশন। 

“প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। ওরা দুইজন যদি পুরোটা খেলতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। আমরা চাইবো, ওরা যতক্ষণ পারে ব্যাটিং করুক। তাহলে অবশ্যই পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যাবে।”

এর আগে প্রথম ইনিংসে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম-সৌম্য। ব্যাটিং ব্যর্থতায় সেই সুবিধা নিতে পারেনি মুশফিকুর রহিমের দল। ৩১২ রানে অলআউট হয়ে পিছিয়ে পড়ে ১৮২ রানে। সেই কথা সতীর্থদের মনে করিয়ে দিলেন সাকিব।

“শুধু ভালো শুরু পেলেই হবে না। পুরোটা সময় মনসংযোগ ঠিক রাখতে হবে। সবাইকে যার যার কাজটা করতে হবে। এমন একটা পরিস্থিতিতে দলের সবাইকেই কঠোর পরিশ্রম করতে হবে।”