বোলিংয়ে জোড়া শতক ব্যাটিংয়ে পোষানোর চেষ্টায় সাকিব

টেস্টে টানা তিন ইনিংসে শতরান দেওয়ার নজির আছে সাকিব আল হাসানের। টানা দুই ইনিংসে শতরান দিয়েছেন তিনবার। তবে এবারই প্রথম একই টেস্টের দুই ইনিংসে দিলেন শতরান। এই ব্যর্থতা ব্যাটিংয়ে পুষিয়ে দিতে চান আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 02:32 PM
Updated : 10 March 2017, 04:39 PM

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৩২.১ ওভার বল করে পাঁচটি মেডেনসহ ১ উইকেট নিতে ১০০ রান দেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে দুটি মেডেনসহ ১০৪ রান দিয়ে নেন ২ উইকেট।

ম্যাচে ৫৭.১ ওভার বল করে ২০৪ রান দিয়ে মোটে তিন উইকেট পাওয়ায় হতাশ সাকিব। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা বাঁহাতি স্পিনারের কণ্ঠে বোলিংয়ে আরও ভালো না করার আক্ষেপ।

“এতো ওভার বোলিং করলাম…. আরও উইকেট পেলে ভালো লাগতো। সব সময়ই সব কিছু হবে এমন কোনো কথা নেই।”

প্রথম ইনিংসে বেশিক্ষণ টিকেননি সাকিব। ওয়ানডে মেজাজে খেলে বাজে শটে ফিরেন ১৯ বলে ২৩ রান করে। প্রতিশ্রুতি দিয়েছেন, দ্বিতীয় ইনিংসে নামবেন ম্যাচ বাঁচানোর কথা মাথায় রেখে।

“আরও একটা ইনিংস আছে। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছিলাম, চেষ্টা করবো দ্বিতীয় ইনিংসে ভালো করতে। সেই সঙ্গে দলের জন্য যেন বেশিক্ষণ ব্যাটিং করতে পারি সেই চেষ্টা করবো।”

ব্যাটসম্যানরা যদি ম্যাচ বাঁচানোর প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামেন গল টেস্ট ড্র করা অসম্ভব নয়।